আপনাদের প্রশ্ন

একটি সরকারি ব্যাঙ্কে দিদির ও আমার নামে আইদার অর সার্ভাইভার হিসেবে ৩ লক্ষ টাকা স্থায়ী আমানতে রাখা ছিল। সম্প্রতি যার মেয়াদ শেষ হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৪ ০১:১৮
Share:

• একটি সরকারি ব্যাঙ্কে দিদির ও আমার নামে আইদার অর সার্ভাইভার হিসেবে ৩ লক্ষ টাকা স্থায়ী আমানতে রাখা ছিল। সম্প্রতি যার মেয়াদ শেষ হয়েছে। ওই অ্যাকাউন্টে দিদির নাম প্রথমে এবং আমার নাম পরে ছিল। ব্যাঙ্কের অ্যাকাউন্ট অফিসারকে বলেছিলাম যে, টাকাটা আমার অ্যাকাউন্টে জমা দিতে। তিনি রাজি হননি। আমার প্রশ্ন— ১) আইদার অর সার্ভাইভারের অর্থ কী? ২) টাকা কেন আমার অ্যাকাউন্টে জমা পড়ল না? ৩) যদি দিদির নামের সেভিংস অ্যাকাউন্টই না-থাকত, কী হত?

Advertisement

সুশ্যামল রায়, পশ্চিম মেদিনীপুর

Advertisement

আইদার অর সার্ভাইভার অ্যাকাউন্ট খোলা যায় দু’জন ব্যক্তির নামে। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তাঁদের যে-কেউই সেখানে লেনদেন চালাতে পারেন। এক জনের অজান্তে অন্য জন টাকাও তুলতে পারেন।

তবে স্থায়ী আমানতও আইদার অর সার্ভাইভার হিসেবে করা যায়। যা আপনি করেছেন দিদির সঙ্গে। এ ক্ষেত্রে মেয়াদ শেষের আগে টাকা তুলতে চাইলে দু’জনেরই সই লাগে। কিন্তু মেয়াদ শেষে দু’জনের যে-কেউ ব্যাঙ্ককে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারেন। যদিও টাকাটা শুধুমাত্র প্রথম গ্রাহকের অ্যাকাউন্টে কিংবা জয়েন্ট অ্যাকাউন্টেই জমা হবে।

সাধারণত, এ ধরনের যে-কোনও জয়েন্ট অ্যাকাউন্টে প্রথম গ্রাহকের নামেই কর কাটা হয়। ফলে যত দিন প্রথম গ্রাহক বেঁচে থাকেন, অ্যাকাউন্টের মালিক হিসেবে তাঁকেই বিচার করে ব্যাঙ্কগুলি। সেই কারণেই হয়তো আপনার নামে ব্যাঙ্ক টাকা দিতে রাজি হয়নি। তবে এক একটি ব্যাঙ্ক এক-এক নিয়মে চলে। আপনি ইচ্ছা করলে ব্যাঙ্কের কাছেই জানতে চাইতে পারেন, কেন তারা আপনার অ্যাকাউন্টে টাকা দিতে চাননি।

দিদির নামে কোনও অ্যাকাউন্ট না-থাকলে, তাঁকে অ্যাকাউন্ট খুলে ওই চেক জমা দিতে হত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement