ওয়ানডেতে ভারতের সেরা দশ বোলিং পারফরম্যান্স

ক্রিকেট মাঠে একটা কথা বারবারই শোনা যায়। ব্যাটসম্যানরা নয়, ম্যাচ জেতায় বোলাররা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশ্বমানের বোলারের কোনও দিনই অভাব নেই। কপিল দেব থেকে অনিল কুম্বলে, বেদী, চন্দ্রশেখর থেকে এ যুগের রবিচন্দ্রন অশ্বিন— বিশ্ব ক্রিকেটকে বারবার শাসন করেছেন ভারতীয় বোলাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ১৩:১১
Share:

অনিল কুম্বলে: দু’নম্বরে রয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা বোলার অনিল কুম্বলে। ১৯৯৩ সালে হিরো কাপের সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ রানে ছ’উইকেট নিয়েছিলেন তিনি। ভারতীয় মধ্যে তাঁর এই রেকর্ড টিকেছিল ২১ বছর।

ক্রিকেট মাঠে একটা কথা বারবারই শোনা যায়। ব্যাটসম্যানরা নয়, ম্যাচ জেতায় বোলাররা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিশ্বমানের বোলারের কোনও দিনই অভাব নেই। কপিল দেব থেকে অনিল কুম্বলে, বেদী, চন্দ্রশেখর থেকে এ যুগের রবিচন্দ্রন অশ্বিন— বিশ্ব ক্রিকেটকে বারবার শাসন করেছেন ভারতীয় বোলাররা। এরকম উদাহরণের অভাব নেই, যেখানে একটা অসাধারণ স্পেলে একার হাতের ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন কোনও বোলার। এক নজরে দেখে নেওয়া যাক। ভারতীয় বোলারদের তেমনই সেরা দশ বোলিং পারফরম্যান্স।

Advertisement

আরও পড়ুন:
সচিন ও কোহালির মধ্যে যে মিলগুলি জানলে চমকে যাবেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement