ভাইজান সম্পর্কে এক ডজন কথা যা আপনি নাও জানতে পারেন

নয় নয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে সলমন খান কাটিয়ে দিয়েছেন আড়াই দশকের বেশি। এক এক সময় মনে হয় খোলা খাতার মতো তাঁর জীবনটা। পরক্ষণেই আবার সবাইকে ভুল প্রমাণ করে দেন বজরঙ্গী ভাইজান। তখন মনে হয় এনিগমার অপর নাম সলমন খান। গ্যালারিতে অজানা সলমনকে নিয়ে এক ডজন গপ্প।

Advertisement
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩০
Share:

মহারাষ্ট্রের একটি ছোট্ট জনপদ কারজাত। কারজাতের ছোট্ট গ্রাম হাতলুনিতে শুটিং হয় বজরঙ্গি ভাইজান ছবির। <br>গ্রামের সমস্ত বাড়িকে রং করে দেন সলমন। গ্রামের মহিলাদের শাড়ি উপহার দেন এবং বাচ্চাদের সঙ্গে ফুটবলও খেলেন তিনি।

নয় নয় করে বলিউড ইন্ডাস্ট্রিতে সলমন খান কাটিয়ে দিয়েছেন আড়াই দশকের বেশি। এক এক সময় মনে হয় খোলা খাতার মতো তাঁর জীবনটা। পরক্ষণেই আবার সবাইকে ভুল প্রমাণ করে দেন বজরঙ্গী ভাইজান। তখন মনে হয় এনিগমার অপর নাম সলমন খান। গ্যালারিতে অজানা সলমনকে নিয়ে এক ডজন গপ্প। ছবি: গেটি ইমেজেস, এএফপি।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

• লুলিয়াকে চুমু খেতে গিয়ে ধরা পড়লেন সলমন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement