প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। এ বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণটি হতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর, রবিবার। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এটি। ভারত থেকেও দৃশ্যমান হবে চন্দ্রগ্রহণটি। জ্যোতিষমতে, চন্দ্রদেব প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করেন। চন্দ্রদেবের রাশিচক্র পরিবর্তনের ফলে অনেক রাশির মানুষের জীবনে সুখ আশীর্বাদ হয়ে নেমে আসে।
কোনও ব্যক্তির জন্মছকে চন্দ্র শক্তিশালী থাকলে তিনি সমস্ত ধরনের শুভ কাজে সাফল্য লাভ করে থাকেন। চন্দ্রগ্রহণের প্রভাব বিভিন্ন রাশির উপর পরিবর্তিত হয়। তবে, এই চন্দ্রগ্রহণ শনির সাড়েসাতিতে ভোগা রাশিচক্রের জাতক-জাতিকার জন্য বিশেষ ভাবে উপকারী হতে পারে।
চলতি বছরে মার্চের ২৯ তারিখ শনি রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করেছে। এর ফলে বহু রাশির জাতক-জাতিকাদের উপরে শনির প্রভাব পড়া শুরু হয়েছে। বিশেষ দৃষ্টির কারণে মীন রাশি ছাড়াও বৃষ, কন্যা এবং ধনু রাশির জাতক-জাতিকারা শনির রাশি পরিবর্তনের কারণে বিশেষ ভাবে প্রভাবিত হবে। কর্মক্ষেত্রে বিশেষ প্রভাব পড়বে সিংহ, মিথুন, ধনু ও মীন রাশির জাতক-জাতিকাদের উপর।
ভারতীয় সময় অনুসারে, ৭ সেপ্টেম্বর রাত ৯:৫৮ মিনিটে শুরু হবে এবং ভোর ১:২৬ মিনিট পর্যন্ত স্থায়ী হবে চন্দ্রগ্রহণ। বছরশেষের চন্দ্রগ্রহণ আশীর্বাদস্বরূপ হয়ে উঠতে পারে পাঁচটি রাশির ক্ষেত্রে। সেই কয়েকটি রাশির জীবনে পড়বে সুপ্রভাব। হাতে আসতে পারে অযাচিত ধনসম্পদও। অর্থকষ্ট কেটে গিয়ে আয়ের নতুন পথ খুলে যাবে এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের। দেখে নেওয়া যাক কোন কোন রাশির কাছে পুজোর আগে অর্থ ও সৌভাগ্যের বর্ষা নেমে আসতে চলেছে।
চন্দ্রগ্রহণের ফলে সৌভাগ্যের অধিকারী হবে যে রাশিগুলি সেই তালিকার প্রথমেই রয়েছে মিথুন রাশি। জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। তার সঙ্গে নতুন আয়ের পথও খুলে যেতে পারে। আয় ছাড়াও কর্মজীবনে সাফল্যের মুখ দেখতে পাবেন মিথুন রাশির জাতক-জাতিকারা।
মিথুন রাশির জাতকদের জন্য শনিদেবের বক্রগতি লাভজনক প্রমাণিত হতে পারে। কারণ শনিদেব মিথুনের রাশিচক্র থেকে কর্মস্থলে গমন করছেন। এই সময়ে ব্যবসায়ীরা ভাল অর্থ আয়ের সুযোগ পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টি অনুকূল।
জ্যোতিষশাস্ত্র মতে, কর্কট রাশির জন্য এই চন্দ্রগ্রহণ শুভ ফল দান করবে। ব্যবসায়ীরা আর্থিক ভাবে লাভবান হবেন। চাকুরীজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ মিলতে পারে। এ ছাড়াও পারিবারিক ও প্রেমের সম্পর্কেও উন্নতি হতে পারে। আর্থিক ভাবে আরও কিছুটা সুরক্ষিত হবেন।
কর্কট রাশির জাতক-জাতিকাদের দীর্ঘ দিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্য ভাল থাকবে। এই রাশির জাতকেরা উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। নতুন চাকরি খোঁজা বা কর্মজীবনে উন্নতির জন্য এটি একটি ভাল সময়। কাজের জায়গায় পদোন্নতি ঘটবে।
চন্দ্রগ্রহণের সময়টিতে লক্ষ্য অর্জনের দিকে আরও এক ধাপ এগোবেন বৃশ্চিক রাশি। ব্যবসায় নতুন পরিকল্পনা করতে চাইলে এই চন্দ্রগ্রহণের দিনটি অনুকূল। ধনলাভের সম্ভাবনা রয়েছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য চন্দ্রগ্রহণ একটি উপযুক্ত সময়।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তাঁদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে স্থিরতা ফিরে পেতে পারেন এই সময়ের মধ্যে। মুলতুবি থাকা কাজগুলি সম্পন্ন হবে। হঠাৎ করে ধন বা সম্পত্তি হাতে চলে আসতে পারে। পরিবারের সদস্যদের থেকে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
চন্দ্রগ্রহণ ধনু রাশির জাতকদের জন্য শুভ ফল দান করবে। কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছোনোর যোগ রয়েছে তাঁদের। দাম্পত্য জীবনে বা প্রেমের সম্পর্কে বাধাবিপত্তি ও সমস্যা দূর হতে পারে। ধনু রাশির জাতক-জাতিকাদের চাকরি এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই সাফল্যের যোগ রয়েছে।
আর্থিক উন্নতি এবং সঞ্চয়ের সুযোগ আসতে পারে। পুরনো ধারকর্জ মিটিয়ে দেওয়ার সুবর্ণসুযোগ পাবেন এই সময়। সেই সুযোগ কোনও মতে হাতছাড়া না করাই মঙ্গল ধনু রাশির। সমাজে সম্মান বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে। নিজের আচরণ দিয়ে সকলের মন জয় করবেন। পারিবারিক সম্পত্তি নিয়ে মামলার নিষ্পত্তি ঘটতে পারে।
২০২৫ সালের শেষ চন্দ্রগ্রহণে আর্থিক সাহায্য বা অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনা ইঙ্গিত রয়েছে মকর রাশির। মকর রাশি হল শনির রাশি, তাই শনির রাশিতে চন্দ্রগ্রহণ জাতিক-জাতিকাদের সমস্ত মানসিক চাপ দূর করবে। যে অর্থ হাতে আসবে, তা দিয়ে ব্যক্তিগত সমস্যা দূর করার সুযোগ মিলবে।
শুভ কাজে হাত দিলেই মিলবে সাফল্য। গ্রহণের শুভ প্রভাবে সমস্যার সমাধানসূত্র খুঁজে পাবেন। ঋণশোধ করতে পারবেন। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে চন্দ্রদেবের কৃপায়। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে চন্দ্রগ্রহণে।