বাবলগাম পিঙ্ক শেডের লেক।
কোথাও বাবলগামের মতো লেক। কোথাও লেকে ‘হেঁটে বেড়াচ্ছে’ নুড়ি। কোথাও বরফ চুঁইয়ে ‘তাজা রক্তের’ দাগ। দুনিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে অদ্ভুত সব দৃশ্য। কেন, কী ভাবে, সে প্রশ্নের সব উত্তর এখনও মেলেনি। তবে এ সব দেখে মোহিত, বিস্মিত পর্যটকেরা। দুনিয়াজোড়া এমন কতগুলি অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য এই গ্যালারির পাতায়।
আরও দেখুন
মানুষ থাকলেও, পৃথিবীর এই জায়গাগুলি কি সবচেয়ে বিষাক্ত?
আরও পড়ুন