সমুদ্রের গভীরে মণিমুক্তো ছাড়াও লুকিয়ে রয়েছে অজানা বিপদ। এমন বহু সামদ্রিক প্রাণী রয়েছে যার এক কামড়েই আত্মারামা খাঁচাছাড়া হতে পারে। আর কোন ভাবে যদি প্রাণে বেঁচে গেলেন তা হলেও রক্ষে নেই। সারা জীবন পঙ্গু হয়ে কাটাতে হতে পারে। আপাতনিরীহ এই সমস্ত বিষাক্ত সুন্দরদের নিয়েই সাজানো গ্যালারির পাতা।
আরও পড়ুন
আপনার শরীরে কি খুব দুর্গন্ধ হয়? তবে এড়িয়ে চলুন এই খাবারগুলো