উঁহু! কোনও ছবির শুটিংয়ের জন্য নয়। জয়া বচ্চন আর অমিতাভ বচ্চনকে তাঁদের প্রিয় কলকাতা কাছে পেল ২১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সৌজন্যে! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বিগত কয়েক বছর ধরেই প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হয়েছেন অমিতাভ, এ বারও তার ব্যতিক্রম হবে না! বচ্চন-দম্পতিকে তাই কলকাতা বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। ভক্তদের ভিড় কাটিয়ে কী ভাবে বিমানবন্দর থেকে বেরোলেন তাঁরা, তার কয়েক ঝলক এই গ্যালারিতে ধরা দিল শৌভিক দে-র ক্যামেরায়।