ফিরে দেখা অমিতাভের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’

ঠিক আজকের দিনেই, ৪৬ বছর আগে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’। পরিচালক খাজা আহমদ আব্বাসের সেই ছবিতে অমিতাভর সহ-অভিনেতার তালিকাটা ছিল বেশ দুর্ধর্ষ। উৎপল দত্তর সঙ্গে সেই তাঁর প্রথম কাজ। ছবিতে ছিলেন মধু, এ কে হাঙ্গল, জালাল আগা, অভিনেতা মেহমুদের ভাই আনওয়ার আলি, দীনা পাঠক প্রমুখ। ছবির গল্প ছিল পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্তি করা নিয়ে! পোস্টার-সহ সেই ছবির কিছু মুহূর্ত দেখুন এই গ্যালারিতে।

Advertisement
শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৫ ১৪:০০
Share:

ঠিক আজকের দিনেই, ৪৬ বছর আগে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চনের প্রথম ছবি ‘সাত হিন্দুস্তানি’। পরিচালক খাজা আহমদ আব্বাসের সেই ছবিতে অমিতাভর সহ-অভিনেতার তালিকাটা ছিল বেশ দুর্ধর্ষ। উৎপল দত্তর সঙ্গে সেই তাঁর প্রথম কাজ। ছবিতে ছিলেন মধু, এ কে হাঙ্গল, জালাল আগা, অভিনেতা মেহমুদের ভাই আনওয়ার আলি, দীনা পাঠক প্রমুখ। ছবির গল্প ছিল পর্তুগিজ শাসন থেকে গোয়াকে মুক্তি করা নিয়ে! পোস্টার-সহ সেই ছবির কিছু মুহূর্ত দেখুন এই গ্যালারিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement