অনুষ্কা, রণবীর আর বরফ রোমান্স

ইদানীং নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর একের পর এক গোপন মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করে চলেছেন অনুষ্কা শর্মা। সেই সব ছবিতে বরফের মধ্যে লাল শিফনের আঁচল উড়িয়ে কাকে ইশারা করছেন অনুষ্কা? কেনই বা তুলছেন ঘুমন্ত রণবীর কপূরের ছবি?

Advertisement
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৫ ১৩:৩৩
Share:

রেড ইজ দ্য ওয়ার্মেস্ট কালার : বরফ আর লাল শিফনের ইশারায় অনুষ্কা।

ইদানীং নতুন ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর একের পর এক গোপন মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করে চলেছেন অনুষ্কা শর্মা। সেই সব ছবিতে বরফের মধ্যে লাল শিফনের আঁচল উড়িয়ে কাকে ইশারা করছেন অনুষ্কা? কেনই বা তুলছেন ঘুমন্ত রণবীর কপূরের ছবি? ভোর রাতে কুয়াশা ঘেরা পটভূমিকায় ফ্যাশন ডিজাইনার মণীশ মলহোত্রকেই বা কেন জড়িয়ে ধরেছেন নায়িকা? আর কর্ণ জোহর? তাঁর আর অনুষ্কার গম্ভীর সাদা-কালো ছবি বলছে কোন কথা? সব ছবি বলছে, নায়িকা এখন আপাদমস্তক ডুবে রয়েছেন শুটিংয়ের মজায়। অনুষ্কার সেই ব্যক্তিগত মুহূর্তের কয়েক ঝলক দেখুন এই গ্যালারিতে।

Advertisement

ছবি: টুইটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement