Condom in Space

মহাকাশে কন্ডোম ব্যবহার করতেন পুরুষ মহাকাশচারীরা? কোন উদ্দেশ্যে? বন্ধই বা হল কেন?

১৯৬১ সালের ঘটনা। ওই বছরই মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছিল নাসা। অ্যালান শেপার্ড ছিলেন আমেরিকার প্রথম মহাকাশচারী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১০:২১
Share:
০১ ১৫

মহাকাশ অভিযানের কথা বলতে গেলে প্রথমেই মনে আসে উচ্চ প্রযুক্তি, নভশ্চর এবং মহাকাশযানের কথা। মহাকাশ সফরে গিয়ে সঙ্গে সঙ্গে ফিরে আসার সুযোগ সকলের হয় না। অনেক মহাকাশচারীকেই দীর্ঘ দিন আটকে থাকতে হয় মহাকাশে।

০২ ১৫

কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন যে, নভশ্চরেরা কী ভাবে প্রস্রাব করেন মহাকাশে? মাটিতে এটি একটি স্বাভাবিক রেচন প্রক্রিয়া। কিন্তু মহাকাশে কোনও মাধ্যাকর্ষণ শক্তি নেই, ফলে সমগ্র প্রক্রিয়াটিই খুব জটিল।

Advertisement
০৩ ১৫

১৯৬১ সালের ঘটনা। ওই বছরই মহাকাশে প্রথম মানুষ পাঠিয়েছিল নাসা। অ্যালান শেপার্ড ছিলেন আমেরিকার প্রথম মহাকাশচারী। ঐতিহাসিক মুহূর্তের আগে নাসার হয়ে তাঁর প্রথম মহাকাশ ভ্রমণের আগেই ঘটে এক বিচিত্র ঘটনা।

০৪ ১৫

সে দিন লঞ্চপ্যাডে মহাকাশযানের ভিতর অপেক্ষা করতে করতে নিজের প্যান্ট ভেজাতে বাধ্য হয়েছিলেন অ্যালান। চিরতরে সিক্ত হয়েছিল মানুষের মহাকাশ ছোঁয়ার ইতিহাস। তবে ওই ঘটনার পরই নাসার টনক নড়ে।

০৫ ১৫

মহাকাশযানে মহাকাশচারীদের জন্য শৌচালয় রাখা কতটা জরুরি, তা বুঝতে পারেন বিজ্ঞানীরা। শুরু হয় শৌচালয় নিয়ে ভাবনাচিন্তা।

০৬ ১৫

হাজার হোক বেঁচে থাকার জন্য খাওয়া যতটা জরুরি, শরীরে জমে থাকা আবর্জনা ত্যাগের কাজও তো ততটাই জরুরি। তাই ওই ঘটনার পর থেকেই মহাকাশচারীদের প্রস্রাবের বন্দোবস্ত করার গবেষণায় লেগে পড়েন বিজ্ঞানীরা।

০৭ ১৫

নাসার প্রাক্তন মহাকাশচারী রাস্টি শোইকার্ট সাক্ষাৎকারে বলেছেন যে, অতীতে মহাকাশে প্রস্রাব করার জন্য একটি কন্ডোমের মতো বস্তু ব্যবহার করতেন পুরুষ মহাকাশচারীরা।

০৮ ১৫

বস্তুটি বসানো হত পুরুষ নভশ্চরদের যৌনাঙ্গে। একটি নলের মাধ্যমে প্রস্রাব সংরক্ষণের ব্যবস্থা ছিল তাতে। মাধ্যাকর্ষণ শক্তি নেই, এমন অবস্থায় প্রস্রাব সংগ্রহ করার জন্য তৈরি হয়েছিল যন্ত্রটি, যাতে প্রস্রাব মহাকাশযানে ভাসতে না পারে।

০৯ ১৫

একই সঙ্গে ওই বস্তুটিতে থাকত ক্যাথেটার এবং পরিস্রাবণ ব্যবস্থা। নভশ্চরদের পোশাকে থাকা ব্যাগে প্রস্রাব জমা হত। তাই এর নাম দেওয়া হয়েছিল ‘কন্ডোম ক্যাথেটার’।

১০ ১৫

কিন্তু পরবর্তী কালে ওই বস্তুর ব্যবহার বন্ধ করে নাসা। সঙ্গে সঙ্গে বিকল্প বন্দোবস্ত করার কথা ভাবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু কেন?

১১ ১৫

কন্ডোমের মতো ওই বস্তুটিতে একটি বড় সমস্যা ছিল। সব পুরুষ নভশ্চরের জন্য উপযুক্ত ছিল না যন্ত্রটি। যে হেতু নভশ্চরদের পুরুষাঙ্গের আকার সমান নয়, তাই অনেক সময় যন্ত্রটি ফুটো হয়ে যেত। অস্বস্তিতে পড়তেন মহাকাশচারীরা।

১২ ১৫

এর পরে নাসা বুঝতে পারে যে, ওই যন্ত্র ব্যবহার করতে হলে তা আলাদা করে নভশ্চরদের পুরুষাঙ্গের মাপে তৈরি করতে হবে। তাই নাসার তরফে মহাকাশচারীদের জন্য ছোট, মাঝারি এবং বড়— তিনটি আকারের ‘কন্ডোম ক্যাথেটার’ তৈরি করা হয়েছিল।

১৩ ১৫

রাস্টি মজা করে জানিয়েছেন, ‘কন্ডোম ক্যাথেটার’ বেছে নিতে বলা হলে মহাকাশচারীরা সব সময় বড় আকারেরই বেছে নিতেন।

১৪ ১৫

তবে এখন আর ‘কন্ডোম ক্যাথেটার’ ব্যবহার করা হয় না। ব্যবস্থা আরও উন্নত হয়েছে। এখনকার যন্ত্রগুলি এমন ভাবেই তৈরি, যা পুরুষ এবং মহিলা উভয় নভশ্চারীই ব্যবহার করতে পারেন।

১৫ ১৫

পুরনো সেই কন্ডোমের ব্যবহার বন্ধ হলেও রাস্টির কথা শুনে বোঝা যায় যে, মহাকাশ অভিযান শুরুর দিনগুলি কতটা চ্যালেঞ্জের ছিল।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement