Sovan Chatterjee

Sovan Baishakhi: উনষাটে পা শোভনের, জন্মদিন পালন বৈশাখীর

জন্মদিন পালন হল শোভন চট্টোপাধ্যায়ের। ঘরোয়া ভাবে হওয়া অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুলাই ২০২২ ১৭:৩৬
Share:
০১ ০৭

জন্মদিন পালন হল শোভন চট্টোপাধ্যায়ের। ঘরোয়া ভাবে হওয়া অনুষ্ঠানের ছবি ফেসবুকে পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

০২ ০৭

উইকিপিডিয়া বলছে ১৯৬৪ সালের ৭ জুলাই জন্ম শোভনের। সেই হিসাবে ৫৮ পার করে ৫৯-এ পা দিলেন তিনি।

Advertisement
০৩ ০৭

ছবি দেখে যা বোঝা যাচ্ছে, ঘরোয়া এই অনুষ্ঠানে সে ভাবে কোনও অতিথি ছিলেন না। তবে জন্মদিনের অনুষ্ঠানে মজার মুডে দেখা গিয়েছে বৈশাখী-কন্যা মহুলকে।

০৪ ০৭

গত জামাইষষ্ঠীতেই শোভনকে জামাইআদরে খাওয়ানোর ছবি পোস্ট করেছিলেন বৈশাখী। তবে বৃহস্পতিবার জন্মদিনের খাওয়াদাওয়ার ছবি দেননি।

০৫ ০৭

খাওয়াদাওয়ার ছবি না থাকলেও কেক কাটা যে হয়েছিল তা ছবিতেই মালুম হচ্ছে। একে অপরকে কেক খাইয়ে দিয়েছেন শোভন, বৈশাখী, মহুলরা।

০৬ ০৭

শোভন-বৈশাখী বন্ধুত্ব নিয়ে অনেক চর্চা হলেও তা নতুন মাত্রা পায় গত দুর্গাপুজোর দশমীর দিনে। বৈশাখীর পোস্ট করা ছবিতেই দেখা যায়, সিদুর পরিয়ে দিচ্ছেন শোভন।

০৭ ০৭

রাজনীতি থেকে সামাজিক অনুষ্ঠান, সবেতেই একসঙ্গে যেতে দেখা যায় শোভন, বৈশাখীকে। রথযাত্রার দিনেও একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ওঁরা। সেই ছবিও পোস্ট করেন বৈশাখী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement