Hindu Temple

১ কোটি অনুদান পেলে ১০ শতাংশ কর! হিন্দু মন্দিরে কর বসানোর সিদ্ধান্তে উত্তপ্ত দক্ষিণের রাজ্য

ভক্তদের নিয়ে বিজেপি কর্নাটক সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে বলে জানিয়েছে বিজেপি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৬
Share:
০১ ১০

ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে লোকসভা নির্বাচন। ভোটের ঠিক আগে মন্দির-বিতর্কে জড়িয়ে পড়ল কর্নাটকের কংগ্রেস সরকার।

০২ ১০

নির্বাচনের আগে জনতার সমর্থন জোগাড় করতে মরিয়া রাজনৈতিক দলগুলি। এই অবস্থায় কর্নাটকে হিন্দু মন্দিরে কর নেওয়ার কংগ্রেস সরকারের সিদ্ধান্তকে অস্ত্র করল বিজেপি।

Advertisement
০৩ ১০

বিজেপি কর্নাটক সরকারের এই পদক্ষেপকে ‘হিন্দু বিরোধী’ হিসাবে চিহ্নিত করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।

০৪ ১০

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সরকার বিধানসভায় যে বিল পাশ করিয়েছে তাতে বলা হয়েছে, বছরে ১ কোটি টাকার বেশি অনুদান পাওয়া মন্দির এবং অন্য হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানকে ১০ শতাংশ হারে কর দিতে হবে।

০৫ ১০

১০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে করের হার ৫ শতাংশ। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।

০৬ ১০

লোকসভা ভোটের আগে বিষয়টিকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার করেছে সে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

০৭ ১০

কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার পুত্র তথা রাজ্য বিজেপির সভাপতি বিজয়েন্দ্র বলেন, ‘‘আমাদের রাজ্যের কংগ্রেস সরকার ধারাবাহিক ভাবে হিন্দুবিরোধী নীতি গ্রহণ করছে।”

০৮ ১০

ইয়েদুরাপ্পার মতে, “এ বার হিন্দু মন্দিরের অনুদানের দিকেও কুটিল দৃষ্টি দিয়েছে কংগ্রেস।’’

০৯ ১০

ভক্তদের নিয়ে বিজেপি কর্নাটক সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে আন্দোলন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে বলেও জানান তিনি।

১০ ১০

প্রসঙ্গত, কয়েক বছর আগে পাশের রাজ্য মহারাষ্ট্রের শিরডির শ্রী সাইবাবা মন্দিরের ১৭৫ কোটি টাকা আয়কর বিতর্ক গড়িয়েছিল সুপ্রিম কোর্টে!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement