এম এস ধোনি: নিজে অধিনায়কত্ব করেছেন, ধোনির তত্ত্বাবধানে খেলছেন। কেমন ভাবে দেখেন? “প্রত্যেকটি ম্যাচ সিচুয়েশনে তাঁকে লক্ষ্য করেছি। তাঁর সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণগুলি বোঝার চেষ্টা করেছি। অনেক কিছু শিখছি। শিখে চলেছি। আর নিজের অধিনায়কত্বে সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি।”
এই মুহূর্তে বিরাট কোহলির আর এক নাম হল আত্মবিশ্বাস। কোহলির মন যা বলে তাই নাকি করে তাঁর ব্যাট! টি-টোয়েন্টি বিশ্বকাপের মরণ-বাঁচন লড়াইয়ে অস্ট্রেলিয়াকে একাই হারিয়ে প্রমাণ করে দিলেন ‘বিরাট’ নামের সার্থকতা। দেশ মেতেছে ‘বিরাট বন্দনায়’। তবে জানেন কি বিরাট কোহলি হওয়ার পিছনে কী কী কারণ রয়েছে? বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে সেই কথা জানালেন কোহলি।