ছাঁট দিয়ে যায় চেনা

আন্দ্রে ইনিয়েস্তার নতুন চুলের ছাঁট এখন রীতিমতো আলোচনার বিষয়। সুয়ারেজ এবং তাঁর দাপটে মেসি-নেইমারহীন বার্সা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও তা ছাপিয়ে বিশ্বকাপজয়ী স্প্যানিশের চুলের ছাঁট নিয়েই আলোচনা বেশি। ফুটবলার থেকে কার্টুন চরিত্র— সব কিছুর সঙ্গেই তুলনা করা হয়েছে ইনিয়েস্তার। বার্সা মিডিওর অবশ্য দাবি, এতে নাকি তাঁকে কিছুটা তরুণ দেখাচ্ছে। ফুটবলারদের মধ্যে হেয়ারস্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা কিন্তু নতুন নয়। চুলের বিচিত্র ছাঁট দেখে অভ্যস্ত ফুটবলপ্রেমীরা। তেমনই দশ বিচিত্র ছাঁটের খোঁজ থাকল সঙ্গের গ্যালারিতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৪
Share:

সিসে: ফ্রান্সের এই স্ট্রাইকার কত বার ছাঁট বদলেছেন তা হয়ত নিজেই ভুলে গেছেন

আন্দ্রে ইনিয়েস্তার নতুন চুলের ছাঁট এখন রীতিমতো আলোচনার বিষয়। সুয়ারেজ এবং তাঁর দাপটে মেসি-নেইমারহীন বার্সা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেও তা ছাপিয়ে বিশ্বকাপজয়ী স্প্যানিশের চুলের ছাঁট নিয়েই আলোচনা বেশি। ফুটবলার থেকে কার্টুন চরিত্র— সব কিছুর সঙ্গেই তুলনা করা হয়েছে ইনিয়েস্তার। বার্সা মিডিওর অবশ্য দাবি, এতে নাকি তাঁকে কিছুটা তরুণ দেখাচ্ছে। ফুটবলারদের মধ্যে হেয়ারস্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা কিন্তু নতুন নয়। চুলের বিচিত্র ছাঁট দেখে অভ্যস্ত ফুটবলপ্রেমীরা। তেমনই দশ বিচিত্র ছাঁটের খোঁজ থাকল সঙ্গের গ্যালারিতে।

Advertisement

আরও পড়ুন: ইনিয়েস্তার ছাঁট নিয়ে তোলপাড়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement