মঞ্চে বিদ্যা-ইমরানের ‘হমারি অধুরি কহানি’

এর আগে খবর এসেছিল, কিংবদন্তি গজল-গায়ক গুলাম আলির গানে সেজে উঠতে চলেছে মহেশ ভট্টর নতুন নাটক, যা কি না তাঁরই ছবি ‘হমারি অধুরি কহানি’-র নাট্যরূপ। এখন শোনা যাচ্ছে, খোদ ভট্টও না কি একটি গান গাইবেন তাঁর নাটকের জন্য। তা হলে সেই দুই সুর নিয়েই কি কলকাতার মঞ্চ মাতাতে চলেছে নাটক ‘হমারি অধুরি কহানি’? তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই! একমাত্র সময়ই তার জবাব দেবে! তার আগে এই গ্যালারিতে দেখুন নাটকের কয়েক ঝলক।

Advertisement
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৫ ১৬:৩৯
Share:

এর আগে খবর এসেছিল, কিংবদন্তি গজল-গায়ক গুলাম আলির গানে সেজে উঠতে চলেছে মহেশ ভট্টর নতুন নাটক, যা কি না তাঁরই ছবি ‘হমারি অধুরি কহানি’-র নাট্যরূপ। এখন শোনা যাচ্ছে, খোদ ভট্টও না কি একটি গান গাইবেন তাঁর নাটকের জন্য। তা হলে সেই দুই সুর নিয়েই কি কলকাতার মঞ্চ মাতাতে চলেছে নাটক ‘হমারি অধুরি কহানি’? তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই! একমাত্র সময়ই তার জবাব দেবে! তার আগে এই গ্যালারিতে দেখুন নাটকের কয়েক ঝলক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement