Imran Khan’s Ex Wife

মাদক, ‘অবৈধ’ সন্তান থেকে কাপ্তান-স্বামীর বিচিত্র যৌনচাহিদা! মৃত্যুর গুজবের মাঝে চর্চায় ইমরানের দ্বিতীয় স্ত্রীর ‘স্মৃতিকথা’

জেলবন্দি ইমরান খানের হত্যার গুজবের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে তাঁর দ্বিতীয় স্ত্রী রেহাম খানের লেখা স্মৃতিকথার নির্বাচিত অংশ। সেখানে সাবেক পাক প্রধানমন্ত্রীর যৌনজীবন, মাদক আসক্তি এবং ‘অবৈধ’ সন্তানদের নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১২:৪৮
Share:
০১ ২০

পাকিস্তানের জেলবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হত্যার গুজবে উত্তাল সমাজমাধ্যম। এই আবহে হঠাৎ করেই খবরের শিরোনামে চলে এসেছেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। নিজের স্মৃতিকথায় আইসিসি এক দিনের ক্রিকেট বিশ্বকাপজয়ী স্বামীর একাধিক ‘কুকীর্তি’ ফাঁস করেছেন তিনি। তুলেছেন কোকেনে আসক্তি এবং বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগও। ফলে বিপদগ্রস্ত ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ বা পিটিআই চেয়ারম্যানের জীবনে ফেলে আসা দাম্পত্য যে নতুন ক্ষত তৈরি করল, তা বলাই বাহুল্য।

০২ ২০

ইমরানের সঙ্গে বিচ্ছেদের তিন বছরের মাথায় প্রকাশিত হয় রেহামের স্মৃতিকথা। সালটা ছিল ২০১৮। ওই বছরই অন্য কয়েকটি দলের সঙ্গে জোট গড়ে পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক তথা পিটিআই চেয়ারম্যান। গোড়াতেই প্রাক্তন স্ত্রীর লেখা বইয়ে প্রকাশিত ‘বিতর্কিত’ তথ্যগুলিকে সামনে এনে তাঁর কড়া সমালোচনা শুরু করেন বিরোধীরা। শুরু হয় ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছোড়াছুড়ি। রাজনীতির কঠিন পিচে সে সব সুইং অবশ্য দক্ষতার সঙ্গেই সামলেছিলেন ইমরান।

Advertisement
০৩ ২০

‘রেহাম খান (স্মৃতিকথা)’ প্রকাশিত হওয়ার মাত্র এক মাসের মাথায় পাক প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন পিটিআই চেয়ারম্যান। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেই ঘটনার সাড়ে সাত বছর পর জেলবন্দি ইমরানকে হত্যার গুজব ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট বইটির নির্বাচিত অংশ ও কিছু স্ক্রিনশট সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। শুধু তা-ই নয়, বেছে বেছে ইমরানের যৌনজীবন সংক্রান্ত অংশগুলি সামনে এনেছেন নেটাগরিকদের একাংশ। ফলে বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনা।

০৪ ২০

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া স্ক্রিনশটগুলির মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছে ইমরান এবং তাঁর প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের প্রসঙ্গ। স্মৃতিকথায় রেহাম লিখেছেন, ‘‘এক বার ইমরান আমাকে বলেছিলেন, তুমি তো জানো শুধুমাত্র ওর সঙ্গেই নয়। আরও পাঁচ জনের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। সেই তালিকায় নাম আছে কিছু ভারতীয়েরও। এঁদের মধ্যে সবচেয়ে বড় যিনি, তাঁর বয়স ৩৪।’’ এ-হেন বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণও নাকি প্রায়ই ব্যাখ্যা করতেন তাঁর স্বামী।

০৫ ২০

রেহামের দাবি, বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার উৎসাহ মায়ের থেকে পেয়েছিলেন ইমরান। নিজের মুখে সে কথা স্বীকারও করতেন তিনি। স্মৃতিকথায় পিটিআই চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রী লেখেন, ‘‘ঘরোয়া আলোচনায় ইমরান এক বার হঠাৎ করেই শাশুড়ির প্রসঙ্গ তোলেন। এক বিবাহিতা নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। দাম্পত্যের অনেকগুলি বছর কাটিয়েও তিনি অন্তঃসত্ত্বা হতে পারেননি। এর পর ওই মহিলাকে সাহায্য করার নির্দেশ নাকি আমার শাশুড়ির থেকে পান ইমরান।’’

০৬ ২০

ভাইরাল হওয়া স্মৃতিকথার স্ক্রিনশট অনুযায়ী, কিছু দিন পর ওই বিবাহিতার কোলে আসে সন্তান। ইমরানের এই ‘কুকীর্তি’ প্রথম স্ত্রী জেমিমার কাছে চাপা থাকেনি। সব মিলিয়ে মোট পাঁচটি ‘অবৈধ’ শিশুর নাকি জন্ম দিয়েছেন সাবেক পাক প্রধানমন্ত্রী। অন্তত তেমনটাই দাবি রেহামের। রেহাম তাঁর বইয়ে স্বামীর মাদকাসক্তিরও বিস্তারিত বিবরণ দিয়েছেন। লিখেছেন, ‘‘ইমরান প্রায়ই বলতেন তাঁর মাদকসেবন নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। কারণ তাঁর জীবনের অন্যতম সঙ্গী হল কোকেন। সেটা আধ গ্লাস ওয়াইনের মতো তৃপ্তি দেয় তাঁকে।”

০৭ ২০

কোকেনের নেশার জন্য ইমরানের পরিবারের সদস্যদেরই দুষেছেন রেহাম। তাঁর অভিযোগ, পিটিআই চেয়ারম্যানের কাছে প্রায়ই নিষিদ্ধ ওষুধ রোহিপনল পৌঁছে দেওয়ার কাজ করতেন তাঁরই এক তুতো ভাই। জিজ্ঞাসা করলে বলতেন, নেশামুক্তির জন্য এটা নিতে হচ্ছে তাঁকে। স্বামীকে দিনে অন্তত দু’বার নিয়ম করে কোকেন সেবন করতে দেখেছেন বলে স্মৃতিকথায় দাবি করেছেন তাঁর দ্বিতীয় স্ত্রী। এ ছাড়া রাতে নাকি দুই থেকে তিনটি ঘুমের ওষুধ খেতেন সাবেক পাক প্রধানমন্ত্রী।

০৮ ২০

রেহামের ‘স্মৃতিকথা’র সবচেয়ে বিস্ফোরক অংশ হল সঙ্গমের ব্যাপারে ইমরানের পছন্দ-অপছন্দ। বইয়ে তিনি লিখেছেন, বিয়ের সময় সম্পূর্ণ অন্য মানুষ ছিলেন পিটিআই চেয়ারম্যান। কিন্তু ধীরে ধীরে তাঁর চরিত্র বদলাতে শুরু করে। আকর্ষণীয় পুরুষদের নাকি মুগ্ধ হয়ে দেখতেন তাঁর স্বামী। প্রকাশ্যেই তাঁদের প্রশংসা করতেন। এর মধ্যে রয়েছেন সাবেক পাক ক্রিকেটার সাকলেন মুস্তাক এবং পিটিআইয়ের এক জনপ্রিয় নেতা। ইসলামাবাদের পার্লামেন্টেরও সদস্য হন তিনি।

০৯ ২০

সাবেক পাক প্রধানমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী লিখেছেন, ‘‘এক বার স্বামীর টেবলের ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে খালি সিগারের বাক্স এবং কেওয়াই জেলির (সঙ্গমের সময়ে ব্যবহৃত লুব্রিক্যান্ট) বড় টিউব খুঁজে পাই। জিজ্ঞাসা করলে ইমরান বলেন, ধাতব বাক্স এবং লুব্রিক্যান্ট দুটোই খুব কাজের জিনিস। এগুলো তাঁকে একসঙ্গে ব্যবহার করতে হয়। এই কথা থেকেই যৌনতার ব্যাপারে তাঁর পছন্দ-অপছন্দগুলো আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল।’’

১০ ২০

রেহাম জানিয়েছেন, তিনি রান্নাঘরে থাকলেই সুপুরুষ চেহারার মডেলদের ছবি দেখে যৌনতার ব্যাপারে আনন্দ উপভোগ করতেন ইমরান। ফলে বেডরুমে যেতে তাঁর ঘেন্না করত। সম্ভোগের শক্তি বৃদ্ধির জন্য তাঁর স্বামী নাকি অস্ত্রোপচারও করাতে চেয়েছিলেন। যদিও সেটা শেষ পর্যন্ত হয়েছিল কি না, তা স্মৃতিকথায় স্পষ্ট করেননি সাবেক পাক প্রধানমন্ত্রীর দ্বিতীয় স্ত্রী।

১১ ২০

ইমরান-রেহামের দাম্পত্য টিকেছিল মাত্র ১০ মাস। সাবেক পাক প্রধানমন্ত্রী তাঁর প্রথম স্বামী নন। ব্রিটিশ বংশোদ্ভূত রেহামের জন্ম হয় লিবিয়ায়। ইংরেজি, উর্দু, পাশতু এবং প্রাচীন হিন্দকো ভাষা জলের মতো বলতে, লিখতে এবং পড়তে পারেন তিনি। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের জিন্নাহ কলেজ ফর উইমেনের স্নাতকের ডিগ্রি রয়েছে তাঁর।

১২ ২০

স্কুল-কলেজের পাঠ শেষ হলে চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন রেহাম। তাঁর মামা আবদুল হাকিম খান ছিলেন খাইবার-পাখতুনখোয়ার প্রাক্তন গভর্নর এবং পেশোয়ার হাই কোর্টের সাবেক প্রধান বিচারপতি। ২০০৮ সালে জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে যোগ দেন তিনি। পাকিস্তানের একাধিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর মধ্যে অন্যতম নিয়ো টিভি, যেখানে ‘তবদেলি’ বা পরিবর্তন নামের একটি টক শো পরিচালনা করতেন রেহাম।

১৩ ২০

২০১৫ সালের ৬ জানুয়ারি ইমরানের সঙ্গে বিয়ে হয় রেহামের। বিয়ের অনুষ্ঠান অবশ্য বেশ গোপন রেখেছিলেন পিটিআই চেয়ারম্যান। বিয়ে করে নিয়ো টিভি ছাড়েন রেহাম। তাঁর টক শো-র শিরোনাম ‘তবদেলি’কে রাজনৈতিক স্লোগান হিসাবে ব্যবহার করতে থাকেন সাবেক পাক প্রধানমন্ত্রী। এতে ইমরানের জনপ্রিয়তা বেশ বেড়েছিল। ২০১৫ সালের ৩০ অক্টোবর বিচ্ছেদ হয় এই তারকাদম্পত্তির।

১৪ ২০

রেহামের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার তিন বছরের মাথায় (পড়ুন ২০১৮ সালে) বুশরা বিবির সঙ্গে ঘর বাঁধেন ইমরান। একা থাকেননি তাঁর দ্বিতীয় স্ত্রীও। ২০২২ সালের ২৩ ডিসেম্বর মির্জ়া বিলালকে বিয়ে করেন রেহাম। ইমরানের পর্ব শেষ হওয়ার পর ইসলামাবাদের রুপোলি জগতেও পা রেখেছিলেন তিনি। ২০১৬ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘জানম’-এর প্রযোজক ছিলেন সাবেক পাক প্রধানমন্ত্রীর প্রাক্তন ঘরনি।

১৫ ২০

২০১৮ সালে শপথ নিলেও পূর্বতন পাক প্রধানমন্ত্রীদের মতো ইমরানও পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। সংখ্যাগরিষ্ঠতা হারানোয় ২০২২ সালে কুর্সি হারান ‘কাপ্তান’। এর পরই তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক তছরুপের অভিযোগ আনে পরবর্তী প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার। ২০২৩ সালে গ্রেফতার হয়ে জেলবন্দি হন পিটিআই চেয়ারম্যান। দু’বছর পেরিয়ে গেলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি।

১৬ ২০

বর্তমানে পাক পঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির সেনা সদর দফতর সংলগ্ন আদিয়াল জেলে বন্দি রয়েছেন ইমরান। কারারুদ্ধ অবস্থায় তাঁকে খুন করা হয়েছে বলে গত ২৬ নভেম্বর খবর ছড়িয়ে পড়ে। এর পরই বিষয়টি নিয়ে বিবৃতি দেন জেল কর্তৃপক্ষ। সেখানে একে গুজব বলে উড়িয়ে দেন তাঁরা। বলেন, ‘‘সাবেক প্রধানমন্ত্রী সুস্থই রয়েছেন।’’ যদিও পিটিআই চেয়ারম্যানের তিন বোনের অন্যতম নোরিন নিয়াজির অভিযোগ, ভাইয়ের কোনও খবরই তাঁদের দেওয়া হচ্ছে না।

১৭ ২০

ইমরানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তাঁর কনিষ্ঠ পুত্র কাসিম খান। তাঁর দাবি, জেলের মধ্যে ইমরানকে মৃত্যুকূপে (ডেথ সেলে) রাখা হয়েছে। এই পরিস্থিতিতে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর আর এক বোন আলিমা খান। পিটিআই নেতা তথা খাইবার-পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেন আফ্রিদির উপস্থিতিতে হাই কোর্টে মামলা দায়ের করেন তিনি।

১৮ ২০

জেলের মধ্যে তাঁকে খুন করা হতে পারে বলে গত সেপ্টেম্বরে সমাজমাধ্যমে পোস্ট দেন ইমরান। ফলে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে না দেওয়ায় সন্দেহ দানা বেঁধেছে। গত ২৪ মার্চ ইসলামাবাদ আদালত ইমরানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সপ্তাহে দু’বার দেখা করার অনুমতি দিয়েছিল। কিন্তু বাস্তবে তা মানা হচ্ছে না বলে উঠেছে অভিযোগ। এই পরিস্থিতিতে রেহামের স্মৃতিকথার নির্বাচিত অংশ ভাইরাল হওয়ায় ঘটনাটির অভিসন্ধি নিয়েই প্রশ্ন উঠেছে।

১৯ ২০

বই প্রকাশিত হওয়ার পর কখনওই বিতর্ক রেহামের পিছু ছাড়েনি। রেহামের বিরুদ্ধে মামলা দায়ের করেন তাঁর প্রথম স্বামী ইজাজ় রেহমান এবং প্রাক্তন পাক ক্রিকেটার ওয়াসিম আক্রম ও জুলফি বুখারি। ওই সময় একটি সাক্ষাৎকারে দ্বিতীয় নিকাকে তাঁর জীবনের ঐতিহাসিক ভুল বলে উল্লেখ করেন ইমরান।

২০ ২০

চলতি বছরের জুলাইয়ে পাকিস্তান রিপাবলিক পার্টি নামের একটি রাজনৈতিক দল তৈরি করেন রেহাম। প্রাক্তন স্বামীর দল পিটিআইয়ের নেতা ফাওয়াদ চৌধরিকে বড় পদ দিয়ে ভাঙিয়ে এনেছেন তিনি। ইমরান মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার দফতরের দায়িত্বে ছিলেন ফাওয়াদ। রাজনীতির পিচে দ্বিতীয় স্ত্রীর স্মৃতিকথার গুগলি সাবেক প্রধানমন্ত্রী কী ভাবে সামলান, সেটাই এখন দেখার।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement