নিজেরাই নিজেদের ‘গুরু’ হিসাবে ঘোষণা করেছেন। নিজেদের ঈশ্বরের সমকক্ষ হিসাবে প্রচার করেছেন। আবার একাধিক জালিয়াতি, প্রতারণা, খুন, ধর্ষণের অভিযোগে বারবার সংবাদ মাধ্যমের শিরোনামে জায়গাও করে নিয়েছেন তাঁরা। ভক্তিতে, বিশ্বাসে একদল মানুষ তাঁদের বসিয়েছেন ভগবানের আসনে, একদল মানুষ অভিযোগের আঙুল তুলেছেন। ভারতের স্বঘোষিত সেই সমস্ত গুরুর তালিকায় কারা রয়েছেন? দেখে নেওয়া যাক সঙ্গের গ্যালারি থেকে।
আরও পড়ুন: কোটিপতি এই ভারত-কন্যাদের চেনেন?
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর সাজে থাকুক আধুনিকতার ছোঁয়া