Bollywood Gossip

‘প্রেমিকের’ তালিকায় কৌতুকশিল্পী থেকে সাঁতারু! ১৩ বছর বয়স থেকে মানসিক অবসাদে ভুগছিলেন বলি তারকার দিদি

অনলাইন মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন তারকা-কন্যা। এমনকি, বই নিয়ে আলোচনা করার জন্য একটি বুক ক্লাবও তৈরি করেছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৫:৪৫
Share:
০১ ১৬

বাবা বলিউডের জনপ্রিয় ছবিনির্মাতা। বোনও হিন্দি চলচ্চিত্রজগতের সর্বোচ্চ উপার্জনকারী নায়িকাদের তালিকায় নাম লিখিয়ে ফেলেছেন। কিন্তু বলিপাড়ার যে পরিবার আলোর রোশনাইয়ে মোড়া থাকে, সে পরিবারের কন্যাই এত দিন নিজেকে রেখেছিলেন আড়ালে। বর্তমানে অভিনেত্রী-বোনের হাত ধরে ফিল্মজগতে নতুন ভাবে কেরিয়ার শুরু করছেন শাহীন ভট্ট।

০২ ১৬

১৯৮৮ সালের নভেম্বর মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম শাহীনের। মুকেশ ভট্ট এবং সোনি রাজ়দানের জ্যেষ্ঠ কন্যা শাহীন। বোন আলিয়া ভট্ট বলিপাড়ায় কেরিয়ার তৈরি করেছেন। বাবার সঙ্গেও বলিউডের কম যোগসূত্র নেই। কিন্তু ক্যামেরার সামনে তাঁকে দেখা যায়নি কখনওই।

Advertisement
০৩ ১৬

বলিপাড়া সূত্রে খবর, ক্যামেরার পিছনের দুনিয়ার প্রতি আগ্রহ বেশি ছিল শাহীনের। ছোটবেলা থেকে লেখালিখির শখ ছিল তাঁর। কবিতাও লিখতেন তিনি।

০৪ ১৬

মুম্বইয়ের স্কুল থেকে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যান শাহীন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পর তিনি চলে যান লন্ডনে। সেখানে গিয়ে ছবিনির্মাণ এবং সম্পাদনার প্রশিক্ষণ নিতে শুরু করেন তিনি।

০৫ ১৬

বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন শাহীন। ২০১৯ সালে একটি বই প্রকাশিত হয় তাঁর। জানা যায় যে, ১৩ বছর বয়স থেকেই নাকি অবসাদে ভুগতেন তিনি। সেই সময় মানসিক স্বাস্থ্য নিয়ে চারদিকে এত সচেতনতা ছিল না বলে তিনি নিজেও সেই বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন না।

০৬ ১৬

২০১২ সালে বিক্রম ভট্টের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রাজ় ৩’। এই ছবিতে সহ-পরিচালক হিসাবে কাজ করতে দেখা যায় শাহীনকে। ক্যামেরার পিছনে কাজ শুরু হয় তাঁর।

০৭ ১৬

লেখালিখির দিকে ঝোঁক থাকায় সে দিকেই কেরিয়ারের স্রোত বইয়ে নিয়ে যেতে চান শাহীন। ‘সন অফ সর্দার’ ছবির সহ-চিত্রনাট্যকার হিসাবে কাজ করেন তিনি।

০৮ ১৬

বলিপাড়া সূত্রে খবর, ইমরান হাশমি অভিনীত ‘জেহের’ এবং সানি লিওন অভিনীত ‘জ়িস্‌ম ২’ ছবির কয়েকটি দৃশ্যের সংলাপ লেখেন আলিয়ার দিদি। ‘জ়িস্‌ম ২’ ছবির পরিচালক ছিলেন শাহীনের সৎদিদি পূজা ভট্ট এবং ‘জেহের’ ছবির প্রযোজক ছিলেন শাহীনের বাবা।

০৯ ১৬

অনলাইন মাধ্যমে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করার জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেন শাহীন। এমনকি, বই নিয়ে আলোচনা করার জন্য একটি বুক ক্লাবও তৈরি করেছেন তিনি।

১০ ১৬

আলিয়ার সঙ্গে হাত মিলিয়ে একটি প্রযোজনা সংস্থা গড়ে তুলেছেন শাহীন। আলিয়া এবং শাহীন সম্প্রতি একসঙ্গে একটি ছবি প্রযোজনার কাজে হাত দিয়েছেন। রোম্যান্টিক ঘরানার ‘ডোন্ট বি শাই’ নামের ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে, আপাতত আনুষ্ঠানিক ঘোষণা এতটুকুই। ছবিতে কে কে অভিনয় করছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

১১ ১৬

ব্যক্তিগত সম্পর্কের জন্য কয়েক বার শিরোনামে এসেছেন শাহীন। তবে তারকা-কন্যার ‘প্রেমিকের’ তালিকায় নাম নেই কোনও বলি তারকার। বরং, অন্য পেশার তরুণদেরই মনে ধরেছিল শাহীনের।

১২ ১৬

কানাঘুষো শোনা যায়, কৌতুকশিল্পী রোহন জোশীর সঙ্গে সাত-আট বছর ধরে সম্পর্কে ছিলেন শাহীন। ভট্ট পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক ছিল রোহনের। শাহীনের মানসিক স্বাস্থ্যের অবনতি হলে রোহন তাঁর হাত শক্ত করে ধরেছিলেন।

১৩ ১৬

কিন্তু রোহনের সঙ্গে সম্পর্ক পরিণতি পায়নি শাহীনের। শোনা যায়, কয়েক বছর আগে শাহীনের সঙ্গে রোহনের সম্পর্ক ভেঙে যায়। তার পর নিজের ব্যক্তিগত জীবন গোপনেই রেখেছিলেন শাহীন।

১৪ ১৬

পরে শাহীনের নাম জড়িয়ে পড়ে ইশান মেহরার সঙ্গে। মুম্বইয়ের নামকরা ফিটনেস প্রভাবী তিনি। আন্তর্জাতিক স্তরের সাঁতারুও ছিলেন। ২০২৫ সালের এপ্রিল মাসে ইশানের জন্মদিনের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে নিজেদের সম্পর্কের কথা জানান শাহীন।

১৫ ১৬

বলিপাড়া সূত্রে খবর, নতুন বছর উদ্‌যাপন করার জন্য ভট্ট পরিবারের পাশাপাশি আলিয়ার স্বামী অভিনেতা রণবীর কপূরের পরিবারের সদস্যেরা তাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন। সেখানেও শাহীনের পাশে দেখা গিয়েছিল ইশানকে।

১৬ ১৬

বলিপাড়ায় তেমন নামডাক করতে না পারলেও সমাজমাধ্যমের পাতায় নিজস্ব অনুরাগীমহল তৈরি করে ফেলেছেন শাহীন। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে তারকা-কন্যার অনুগামীর সংখ্যা সাড়ে ৪ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement