Bollywood Gossip

ক্রিকেটারের সঙ্গে প্রেম, সহ-অভিনেতাকে বিয়ের গুজব! প্রেমে না পড়ার শর্তে তারকা-পুত্রের সঙ্গে কেরিয়ার শুরুর সুযোগ পান নায়িকা

বলিপাড়ায় কেরিয়ার শুরু করলেও পরে আর একটিও হিন্দি ছবিতে দেখা যায়নি নিধিকে। ২০১৮ সাল থেকে পর পর তিনটি তেলুগু ভাষার ছবিতে অভিনয় করেন তিনি। তার পর তামিল ভাষার ছবিতেও অভিনয় করা শুরু করেন নিধি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১০:০৭
Share:
০১ ১৯

বলিউডের তারকা-পুত্রের সঙ্গে বড়পর্দায় কেরিয়ার শুরু করলেও বর্তমানে দক্ষিণী চলচ্চিত্রজগতের অভিনেত্রী হিসাবে পরিচিত নিধি আগরওয়াল। কিন্তু পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচিত হয়েছেন নিধি। কখনও সহ-অভিনেতার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে, কখনও আবার ডালপালা ছড়িয়েছে ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেমের জল্পনা।

০২ ১৯

১৯৯৩ সালের অগস্টে হায়দরাবাদে জন্ম নিধির। পরে পরিবার-সহ বেঙ্গালুরু চলে যান তিনি। সেখানেই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন নিধি। ‘বিজ়নেস ম্যানেজমেন্ট’ নিয়ে পড়াশোনা করে স্নাতক হন তিনি।

Advertisement
০৩ ১৯

২০১৪ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নিধি। তার পর মডেলিংজগতে পা রাখেন তিনি। মডেলিং এবং বিজ্ঞাপনী প্রচারে অভিনয় করে উপার্জন শুরু হয় তাঁর। কেরিয়ার গড়তে বেঙ্গালুরু ছেড়ে মুম্বই চলে যান নিধি। কিন্তু মুম্বইয়ে গিয়ে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি।

০৪ ১৯

কানাঘুষো শোনা যায়, মুম্বইয়ের বান্দ্রার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন নিধি। কিন্তু ছ’মাসের বেশি সেই ফ্ল্যাটে থাকতে পারেননি তিনি। নিধি অবিবাহিতা ছিলেন। কোনও প্রেমিকও ছিল না তাঁর। তা নিয়েই সমস্যা শুরু হয় বাড়িওয়ালার সঙ্গে।

০৫ ১৯

স্বামী অথবা প্রেমিক ছিল না বলে নিধিকে সন্দেহ করতেন সেই ফ্ল্যাটের মালিক। প্রতি মাসে নিধির পক্ষে এত টাকা বাড়ি ভাড়া দেওয়া কী করে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ফ্ল্যাটের মালিক। কোনও অনৈতিক কাজকর্মের মাধ্যমে রোজগার করেন ভেবে ছ’মাসের মাথায় নিধিকে ফ্ল্যাট ছেড়ে চলে যেতে বলেছিলেন তিনি।

০৬ ১৯

২০১৭ সালে বলি অভিনেতা জ্যাকি শ্রফের পুত্র টাইগার শ্রফের বিপরীতে ‘মুন্না মাইকেল’ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। তারকা-পুত্রের সঙ্গে জু়টি বেঁধে কেরিয়ারের প্রথম ছবি নিধির। কিন্তু বলিপাড়ায় নজর কাড়তে পারেননি তিনি।

০৭ ১৯

বলিউডের গুঞ্জন, ‘মুন্না মাইকেল’ ছবির জন্য ৩০০ জন মডেল অডিশন দিতে গিয়েছিলেন। সকলের মধ্যে নিধিকেই মনে ধরেছিল ছবিনির্মাতাদের। কিন্তু শুটিং শুরুর আগে নবাগতাকে শর্তে বেঁধে দেওয়া হয়েছিল।

০৮ ১৯

কানাঘুষো শোনা যায়, ‘মুন্না মাইকেল’ ছবির শুটিং চলাকালীন সহ-অভিনেতার পাশাপাশি অন্য কাউকে ডেট করতে পারবেন না, দেওয়া হয়েছিল এমন শর্ত। বলা হয়েছিল, শুটিং শেষ হওয়ার পর যে কোনও ধরনের সম্পর্কে জড়াতে পারেন তিনি। তাতে কোনও অসুবিধা নেই। ছবিনির্মাতাদের এই শর্তে রাজি হয়ে কেরিয়ারের প্রথম ছবির শুটিং সেরেছিলেন নিধি।

০৯ ১৯

বলিপাড়ায় কেরিয়ার শুরু করলেও পরে আর একটিও হিন্দি ছবিতে দেখা যায়নি নিধিকে। ২০১৮ সাল থেকে পর পর তিনটি তেলুগু ভাষার ছবিতে অভিনয় করেন তিনি। তার পর তামিল ভাষার ছবিতেও অভিনয় করা শুরু করেন নিধি।

১০ ১৯

২০২১ সালে ‘ঈশ্বরন’ নামের তামিল ছবিতে প্রথম অভিনয় করেন নিধি। সেই ছবিতে নিধির সহ-অভিনেতা ছিলেন সিম্বু। কানাঘুষো শোনা যেতে থাকে যে, ক্যামেরার আড়ালে সিম্বুর সঙ্গে মাখোমাখো সম্পর্কে জড়িয়ে পড়েন নিধি।

১১ ১৯

দক্ষিণী ফিল্মজগতের একাংশের দাবি, সিম্বুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নিধি। এমনকি, দুই তারকার বিয়ের দিনক্ষণ নিয়েও আলোচনা চলছিল।

১২ ১৯

২০২৫ সালের জুন মাসে নিধি জানিয়েছিলেন যে, সিম্বুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। সবই নাকি রটনা। অভিনেতার পক্ষ থেকেও পরে জানানো হয়েছিল যে, নিধির সঙ্গে তাঁর বিয়ে নিয়ে গুজব ছড়ানো হয়েছে।

১৩ ১৯

এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল নিধির। ২০১৮ সালে মুম্বইয়ের এক রেস্তরাঁয় লোকেশ রাহুলের সঙ্গে নৈশভোজ সারতে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রীকে। ছবিশিকারিদের ক্যামেরায়ও সেই দৃশ্য ধরা পড়ে। তার পরেই ক্রিকেটার এবং নায়িকার সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু হয়ে যায়।

১৪ ১৯

নিধি এবং রাহুল দু’জনেই অবশ্য তাঁদের সম্পর্কের ব্যাপারে জানিয়েছিলেন, কিশোর বয়স থেকেই তাঁরা পরস্পরকে চেনেন। জনপ্রিয় হওয়ার আগে থেকেই তাঁরা পরস্পরের বন্ধু।

১৫ ১৯

নিধি প্রসঙ্গে রাহুল এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘আমি আর নিধি দু’জনেই বেঙ্গালুরুর বাসিন্দা। বহু বছরের বন্ধু। একই শহরের দু’জন মানুষ কি কখনও বন্ধু হতে পারে না? সম্পর্কে গেলে তা লুকিয়ে রাখার মতো মানুষ আমি নই। বরং সঙ্গিনীকে রাজকন্যার মতো রাখব আমি।’’ ২০২৩ সালে বলি অভিনেতা সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টিকে বিয়ে করেন রাহুল।

১৬ ১৯

দক্ষিণ ভারতে নিধির অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে চেন্নাইয়ে নিধির আবক্ষ মূর্তি স্থাপন করে মন্দির নির্মাণ করেছিলেন তাঁর অনুরাগীরা।

১৭ ১৯

সমাজমাধ্যমে নিধির অনুরাগীমহল নজরে পড়ার মতো। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় তাঁর অনুগামীর সংখ্যা ৩ কোটির কাছাকাছি।

১৮ ১৯

শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রভাস এবং সঞ্জয় দত্ত অভিনীত ‘দ্য রাজা সাব’ নামে তেলুগু ভাষার একটি ছবি। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে নিধিকে।

১৯ ১৯

সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ‘দ্য রাজা সাব’ ছবির একটি গান মুক্তির অনুষ্ঠানে হায়দরাবাদের এক শপিং মলে গিয়েছিলেন নিধি। সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় হেনস্থার মুখে পড়েছিলেন নায়িকা। সকলেই প্রায় ঝাঁপিয়ে পড়ে নিধির সঙ্গে নিজস্বী তুলতে চাইছিলেন। এমনকি, তাঁর পোশাক ধরেও টানা হয়েছিল। কোনও রকমে গাড়িতে উঠে নিজেকে রক্ষা করেন নিধি।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement