Relationship Gossip Of The Rebel Kid

বিষয় সৃষ্টির জন্য ব্যবহার করেছেন প্রেমিকা, অভিযোগ প্রতারণারও! গান গেয়ে বিতর্কিত তরুণী নেটপ্রভাবীর ‘সত্য’ ফাঁস প্রাক্তনের

সম্প্রতি উৎসব তাঁর সমাজমাধ্যমের পাতায় একটি গানের ভিডিয়ো পোস্ট করেন। গানটির নাম, ‘কিউট লিট্ল রেড ফ্ল্যাগ্‌স’। একাংশের দাবি, নামোল্লেখ না করে নাকি সেই গানের মাধ্যমে অপূর্বার সমস্ত ‘সত্য’ ফাঁস করে দিয়েছেন উৎসব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৫ ১৫:১৯
Share:
০১ ১৪

কোভিড অতিমারির সময় থেকে সমাজমাধ্যমের পাতায় জনপ্রিয় হয়ে উঠেছেন। স্বল্পদৈর্ঘ্যের ভিডিয়ো থেকে শুরু করে তাঁকে দেখা গিয়েছে হিন্দি ছবিতেও। তবে বর্তমানে তিনি চর্চায় এসেছেন তাঁর প্রাক্তন প্রেমিকের সূত্র ধরে। সমাজমাধ্যমের পাতায় তরুণীর উদ্দেশে তাঁর প্রাক্তন উৎসব দহিয়া একটি গানের ভিডিয়ো পোস্ট করেছেন। সেই গানের সারাংশ হল, বিচ্ছেদ নিয়ে মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছেন অপূর্বা মখীজা। সমাজমাধ্যমে নতুন নতুন বিষয় (কনটেন্ট) তৈরির জন্যই নাকি উৎসবের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি।

০২ ১৪

দিল্লিতে জন্ম অপূর্বার। তার পর জয়পুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে প়ড়ে স্নাতক হন তিনি। কলেজের পড়াশোনা শেষ করার পর প্রযুক্তি সংস্থায় চাকরিও পেয়ে যান অপূর্বা। তবে কোভিড অতিমারি তাঁর জীবন অন্য দিকে ঘুরিয়ে দেয়।

Advertisement
০৩ ১৪

করোনার সময় গৃহবন্দি থেকে সময় কাটছিল না অপূর্বার। তাই সমাজমাধ্যমের পাতায় ছোট ছোট মজাদার ভিডিয়ো পোস্ট করতে শুরু করেন তিনি। কম সময়ের মধ্যে রাতারাতি পরিচিতি পেয়ে যান। সমাজমাধ্যমে তিনি পরিচয় পান ‘দ্য রেবেল কিড’ নামে।

০৪ ১৪

বিষয়স্রষ্টা হিসাবে জনপ্রিয় হওয়ার পাশাপাশি অপূর্বা বহু নামকরা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেও শুরু করেন। নানা ধরনের বিজ্ঞাপনী প্রচারেও অভিনয় করতে দেখা যায় অপূর্বাকে। উৎসব দহিয়া নামে অন্য এক নেটপ্রভাবীর সঙ্গে সম্পর্ক ছিল অপূর্বার। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি।

০৫ ১৪

চণ্ডীগড়ের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে বহুজাতিক সংস্থায় কাজ করতে শুরু করেন উৎসব। পেশায় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হলেও সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে অতিরিক্ত উপার্জন করেন উৎসব।

০৬ ১৪

চলতি বছরের জানুয়ারি মাসে অপূর্বার সঙ্গে উৎসবের সম্পর্ক ভেঙে যায়। সে কথা সমাজমাধ্যমেই ঘোষণা করে জানিয়েছিলেন তাঁরা। বিচ্ছেদের পর বহু মাস কেটে গিয়েছে। অপূর্বা তাঁর কেরিয়ারে অনেকটাই এগিয়ে গিয়েছেন।

০৭ ১৪

চলতি বছরের মার্চ মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘নাদানিয়া’। খুশি কপূর এবং ইব্রাহিম আলি খান অভিনীত এই ছবিতে অভিনয়ের সুযোগ পান অপূর্বা। পাশাপাশি ‘দ্য ট্রেটর্স’ নামের রিয়্যালিটি শোয়েও প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন তিনি।

০৮ ১৪

সম্প্রতি উৎসব তাঁর সমাজমাধ্যমের পাতায় একটি গানের ভিডিয়ো পোস্ট করেন। গানটির নাম, ‘কিউট লিট্ল রেড ফ্ল্যাগ্‌স’। একাংশের দাবি, নামোল্লেখ না করেই নাকি সেই গানের মাধ্যমে অপূর্বার সমস্ত সত্য ফাঁস করে দিয়েছেন উৎসব।

০৯ ১৪

বিচ্ছেদের পর অপূর্বা দাবি করেছিলেন যে, সম্পর্কে থাকাকালীন উৎসব নাকি তাঁকে ঠকিয়েছিলেন। এমনকি, হেনস্থারও শিকার হয়েছিলেন অপূর্বা। এ সমস্ত অভিযোগই গানের মাধ্যমে খারিজ করেছেন উৎসব। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়ে যায়।

১০ ১৪

গান গেয়ে অপূর্বার নামোল্লেখ না করেই উৎসব বুঝিয়ে দিয়েছেন যে, তাঁকে ভালবাসতেন না অপূর্বা। বরং সমাজমাধ্যমে নতুন ধরনের ভিডিয়ো পোস্ট করে আয় করার জন্য সম্পর্কে থাকার ভান করতেন। এমনটাই দাবি করেছেন তিনি।

১১ ১৪

সমাজমাধ্যমে গানের ভিডিয়ো ছড়িয়ে পড়তে অন্য সুরে গান বাঁধেন উৎসব। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানান যে, তাঁর অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তিনি নিজের অ্যাকাউন্ট অচেনা কয়েকটি ডিভাইস থেকে সরিয়ে দিয়েছেন। সাহায্য চেয়ে মেটার কাছে আবেদন করেছেন তিনি।

১২ ১৪

উৎসবের দাবি, তিনি সমাজমাধ্যমে সমালোচনার শিকার হয়ে চলেছেন। এই বিষয় নিয়ে অপূর্বা এবং তাঁর টিমের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তরুণ। কিন্তু আখেরে কোনও লাভ হয়নি।

১৩ ১৪

উৎসব যে অপূর্বাকে ডেট করার সুযোগ পেয়েছেন, তা ভেবেই নিজের সৌভাগ্যকে ধন্যবাদ জানানো উচিত বলে দাবি করেছেন অপূর্বার অনুরাগীরা। অন্য দিকে, প্রাক্তন প্রেমিকের কাণ্ডকারখানা দেখে চুপ করে থাকতে পারেননি অপূর্বা।

১৪ ১৪

উৎসবের গানের ভিডিয়োয় অপূর্বা মন্তব্য করেছেন, ‘‘সঠিক সময়ের অপেক্ষা। তার পর সত্য ঠিক সকলের সামনে বেরিয়ে আসবে, সোনা।’’ তার বেশি আর কিছুই বলেননি সমাজমাধ্যমের জনপ্রিয় ‘দ্য রেবেল কিড’।

সব ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement