Life Style

স্মার্টফোনের গরম হওয়া আটকাবেন কী করে? দেখে নিন

কখনও কথা বলার সময় তো কখনও চার্জ দেওয়ার সময় স্মার্টফোন প্রায়ই অত্যধিক গরম হয়ে যায়। স্মার্টফোন গরম হওয়াটা আসলে সেই ফোনের হার্ডওয়্যার ইস্যু। কিন্তু তা সত্ত্বেও একটু চেষ্টা করলেই অনেক ক্ষেত্রে স্মার্টফোনের গরম হওয়া আটকানো সম্ভব। কী উপায়ে তা সম্ভব দেখে নিন:

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৭ ১৮:২৬
Share:
০১ ০৬

চার্জ দেওয়ার সময় ফোনের কভার খুলে রাখবেন। কভার থাকায় উৎপন্ন তাপ বেরতে না পেরে মোবাইল ফোন গরম হয়ে যায়।

০২ ০৬

চার্জ দেওয়ার সময় কোনও শক্ত জিনিসের (যা তাপের সুপরিবাহী) উপর রাখুন ফোনটি। তা না হলে উৎপন্ন তাপ মোবাইল ফোনেই আটকে থাকবে। ফোন গরম হয়ে উঠবে।

Advertisement
০৩ ০৬

রাতভর চার্জ দেওয়ার অভ্যাস বদলান। মোবাইল অত্যধিক গরম হওয়া ছাড়াও এতে ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়।

০৪ ০৬

স্মার্টফোনে এমন কিছু অ্যাপ আমরা ডাউনলোড করে থাকি যার জন্য খুব তাড়াতাড়ি যেমন চার্জ শেষ হয়ে যায়,<br> আবার তা মোবাইল ফোনকে খুব দ্রুত গরমও করে তোলে। <br>এমন অ্যাপ থাকলে জলদি আনইনস্টল করুন।

০৫ ০৬

সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন। কারণ সূর্যের আলো ফোন ব্যাটারির ক্ষতি করে।

০৬ ০৬

অন্যের ব্যাটারি এবং চার্জার ব্যবহার না করাই ভাল। এতে হ্যান্ডসেট খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement