জ্যাকি কথায় মেয়ের এই ছবি ‘কুল’।
নিজেদের বোল্ড ছবি প্রকাশ করে, সাহসী মন্তব্যের জেরে বারবার সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হচ্ছেন বলিউড তারকাদের টিনএজ কন্যারা। জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা শ্রফ, পূজা বেদির মেয়ে আলিয়া ইব্রাহিম এর শিকার হয়েছেন। কিন্তু কোনও কিছুতেই দমে যাবার পাত্রী নন বলিউডের এই তরতাজা প্রজন্ম।
ছবি: ইন্সটাগ্রাম।