আইপিএলের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা? দেখে নিন

সবেমাত্র শেষ হল আইপিএল। প্রতি বারের মতো এ বারেও একাধিক ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্স দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। সেখানে যেমন বিরাট-ওয়ার্নারদের মারকাটারি ইনিংস আছে, তেমনই রয়েছে ভুবনেশ্বর কুমার-মুস্তাফিজুরদের অসাধারণ স্পেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০১৬ ১৮:০৯
Share:

এবি ডেভিলিয়ার্স: বিরাটের সঙ্গে চলতি আইপিএলে তাঁর পার্টনারশিপ এখন প্রায় প্রবাদের পর্যায় পরিণত। একার হাতে বেঙ্গালুরুকে জিতিয়েছেন প্রায় হেরে যাওয়া ম্যাচ। আইপিএল সেরা একাদশের তিন নম্বরে ডান হাতি এবি।

সবেমাত্র শেষ হল আইপিএল। প্রতি বারের মতো এ বারেও একাধিক ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্স দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। সেখানে যেমন বিরাট-ওয়ার্নারদের মারকাটারি ইনিংস আছে, তেমনই রয়েছে ভুবনেশ্বর কুমার-মুস্তাফিজুরদের অসাধারণ স্পেল। বহু দিন পর অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ জিতল দুই ভারতীয় ক্রিকেটার। এত রকম ভাল পারফরম্যান্স দেখেছে এই লিগ যে, সেরা একাদশ বেছে নেওয়া যথেষ্ট কষ্টকর। আইপিএলের নিয়মানুযায়ী দলে চার বিদেশি রেখে সেই দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটারদের মধ্যে থেকে আনন্দবাজারের নজরে সেরা একাদশে কারা ঠাঁই পেল? দেখে নিন—

Advertisement

আরও পড়ুন:
অসাধারণ ডেবিউয়ের পর হারিয়ে গিয়েছেন যাঁরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement