আইপিএলে কলকাতা বনাম মুম্বই, কী বলছে ট্র্যাক রেকর্ড

দলের মালিক শাহরুখ খান বারবার বলেছেন, আর কোনও ম্যাচ জেতো না জেতো, মুম্বই ম্যাচটা অবশ্যই জিতো। ২০১২ সালের নিজের শহরে সেই অপমানের বদলা যেন কিছুতেই ভুলতে পারেন না কিঙ্গ খান। আর সেই অপমানের বদলা যেন দলকে দিয়ে মাঠেই নিতে চান বাদশাহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৬ ১৩:৪৪
Share:

১৬ মে, ২০১২: সুনীল নারিনের জাদুতে মুম্বইকে তাদের ঘরের মাঠে ৩২ রানে ম্যাচ হারায় কলকাতা।

দলের মালিক শাহরুখ খান বারবার বলেছেন, আর কোনও ম্যাচ জেতো না জেতো, মুম্বই ম্যাচটা অবশ্যই জিতো। ২০১২ সালের নিজের শহরে সেই অপমানের বদলা যেন কিছুতেই ভুলতে পারেন না কিঙ্গ খান। আর সেই অপমানের বদলা যেন দলকে দিয়ে মাঠেই নিতে চান বাদশাহ। আইপিএলের নবম সংস্করণে আজ ফের সেই মহাযুদ্ধ। এর আগে মোট ১৬ বার আইপিএলে মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। কী ছিল সেই ম্যাচগুলির ফলাফল? এক নজরে দেখে নেওয়া যাক সঙ্গের গ্যালারিতে—

Advertisement

আরও পড়ুন:
আইপিএল-এর আট মজাদার অজানা তথ্য

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement