Shafiq Syed

করেছেন একাধিক সিনেমা, পেয়েছেন জাতীয় পুরস্কার, অটো চালিয়ে রোজগার এই অভিনেতার

‘সালাম বম্বে’ ছবিতে অভিনয় করে দর্শকমহলের মন জিতেছিলেন শফিক সৈয়দ। এখন রোজগার করতে তাঁকে অটোরিকশা চালাতে হচ্ছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ০৯:১১
Share:
০১ ১৯

শফিক সৈয়দ। অভিনেতা হবেন, এই স্বপ্ন নিয়ে মুম্বইয়ে এসেছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন ছুঁয়েও আবার অন্ধকারে ফিরে গিয়েছেন শফিক।

০২ ১৯

১৯৮৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল মীরা নায়ার পরিচালিত ‘সালাম বম্বে!’। এই ছবিতে নানা পটেকর, ইরফান খান, রঘুবীর যাদবের মতো নামী তারকারা অভিনয় করেছিলেন।

Advertisement
০৩ ১৯

তবে তাঁদের সঙ্গে টক্কর দিয়েছিল ১২ বছরের এক শিশু অভিনেতা। মুম্বইয়ের বস্তি এলাকার একটি বাচ্চা ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন শফিক।

০৪ ১৯

এতটুকু বয়সে শফিকের অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। এই ছবিতে অভিনয় করার জন্য জাতীয় পুরস্কারও দেওয়া হয় শফিককে।

০৫ ১৯

মোট ৫২ দিন শ্যুটিং করেছিলেন তিনি। ছবিতে অভিনয় করে ১৫ হাজার টাকা আয়ও করেছিলেন শফিক।

০৬ ১৯

আদতে তিনি ছিলেন বেঙ্গালুরুর বাসিন্দা। বস্তিতেই আস্তানা ছিল তাঁর।

০৭ ১৯

হিন্দি ছবিতে যেমন দেখায়, মুম্বই শহরের জীবনযাত্রা কি আসলে ওই রকম, তা দেখার জন্য কয়েক জন বন্ধুকে নিয়ে মুম্বইয়ে আসেন শফিক।

০৮ ১৯

তার পর ‘সালাম বম্বে’তে অভিনয় করার পর তিনি সিদ্ধান্ত নেন, বলিউডেই কাজ করবেন তিনি।

০৯ ১৯

তার পর ‘সালাম বম্বে’তে অভিনয় করার পর তিনি সিদ্ধান্ত নেন, বলিউডেই কাজ করবেন তিনি।

১০ ১৯

কিন্তু, তাঁর কাছে কাজের কোনও প্রস্তাবই আসেনি। ১৯৯৪ সালে গৌতম ঘোষ পরিচালিত ‘পতঙ্গ’ ছবিতে অভিনয় করার পর তিনি আবার বেঙ্গালুরু ফিরে যান।

১১ ১৯

বেঙ্গালুরু ফিরে তিনি চেষ্টা করতে থাকেন কন্নড় ছবিতে কাজ করার। কিন্তু তিনি সে ক্ষেত্রেও ব্যর্থ হন।

১২ ১৯

ছবির প্রযোজক শফিককে কাজের সুযোগ দিলেও তিনি কখনও ক্যামেরার সামনে আসতেন না।

১৩ ১৯

তাঁর সমস্ত কাজ ছিল ক্যামেরার লেন্সের পিছনেই। কখনও তিনি লাইটম্যান হিসাবে কাজ করতেন, আবার কখনও প্রযোজনার কাজে সহকর্মী হিসাবে।

১৪ ১৯

বিভিন্ন কন্নড় টেলিভিশন ধারাবাহিকেও ক্যামেরার পিছনে কাজ করেছেন তিনি।

১৫ ১৯

শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে শফিক ভাল বেতনের চাকরিও খুঁজে পাননি।

১৬ ১৯

অবশেষে বেঙ্গালুরু শহরেই অটোরিকশা চালিয়ে রোজগার করেন শফিক।

১৭ ১৯

বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার ভিতরের শহরতলি এলাকায় স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ের সঙ্গে থাকেন শফিক।

১৮ ১৯

ইকনমিক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শফিক জানিয়েছেন, তিনি নিজের জীবনকাহিনির উপর ভিত্তি করে ১৮০ পাতার একটি গল্প লিখেছেন।

১৯ ১৯

তিনি গল্পটির নামকরণও করেছেন ‘সালাম বম্বে’। শফিক এখনও স্বপ্ন দেখেন, এই গল্প কোনও প্রযোজকের পছন্দ হবে এবং এর উপর ছবি তৈরি হবে এক দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement