এক ঝলকে দেখুন বিশ্বের ১০ উচ্চতম বিল্ডিং

এত উঁচু বাড়ি? বাপরে! কোনওটা আকাশ ফুঁড়ে উঠেছে, আবার কোনওটা যেন পেঁচানো সাপ। কোনওটার মাথায় ঘড়ি, তো কোনওটার মাথা সূঁচের মতো। তবে উচ্চতায় কেউ কম যায় না। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। ছোটবেলা থেকে হেলথ ড্রিঙ্ক খেয়েছিল কি না কে জানে! লম্বা হওয়ার দৌড়ে এরা অবলীলায় হাজার মাইল পিছনে ফেলে দিয়েছে কলকাতা, মুম্বইকে। দেখে নিন সেই প্রথম ১০ উচ্চতম হাইরাইজগুলি।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১৬:৩৭
Share:

পিঙ্গ অ্যান ফিনান্স সেন্টার: বিশ্বের পঞ্চম উচ্চতম এই ১১৫ তলা টাওয়ারটিও চিনেই অবস্থিত। উচ্চতা ৬৬০ মিটার।

এত উঁচু বাড়ি? বাপরে! কোনওটা আকাশ ফুঁড়ে উঠেছে, আবার কোনওটা যেন পেঁচানো সাপ। কোনওটার মাথায় ঘড়ি, তো কোনওটার মাথা সূঁচের মতো। তবে উচ্চতায় কেউ কম যায় না। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। ছোটবেলা থেকে হেলথ ড্রিঙ্ক খেয়েছিল কি না কে জানে! লম্বা হওয়ার দৌড়ে এরা অবলীলায় হাজার মাইল পিছনে ফেলে দিয়েছে কলকাতা, মুম্বইকে। দেখে নিন সেই প্রথম ১০ উচ্চতম হাইরাইজগুলি।

Advertisement

আরও দেখুন: বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০ সড়ক

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement