বিশ্বের সবচেয়ে বড় ১০ নদী কোনগুলো জানেন?

নদী তো আপন বেগেই চলে। চলতে চলতে কোথায় যায়, কোথায় থামে, কেন চলে, তা কি সে জানে? সে তো বওয়ার আনন্দেই বয়ে চলে। যদি কেউ তাকে প্রশ্ন করে, ‘বলো কোথায় তোমার দেশ?’ বলতে কি পারে সে? কিন্তু আমরা পারি বলে দিতে। এমন সব নদী যারা বইতে বইতে হাজার হাজার মাইল পার হয়ে যায় অবলীলায়। তারপর এক সময় তাঁদের নামের পাশে জুড়ে যায় ‘দীর্ঘতম’ তকমা। নদীরা খোঁজ না রাখলেও সেই সব লম্বা নদীর খোঁজ দিল এই গ্যালারি।

Advertisement
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১১:১৬
Share:

মিসিসিপি নদী: উত্তর আমেরিকার উপর দিয়ে ৩,৭৩০ কিলোমিটার পথ চলার পর মিসিসিপি নদী পেয়েছে চতুর্থ দীর্ঘতম নদীর তকমা।

নদী তো আপন বেগেই চলে। চলতে চলতে কোথায় যায়, কোথায় থামে, কেন চলে, তা কি সে জানে? সে তো বওয়ার আনন্দেই বয়ে চলে। যদি কেউ তাকে প্রশ্ন করে, ‘বলো কোথায় তোমার দেশ?’ বলতে কি পারে সে? কিন্তু আমরা পারি বলে দিতে। এমন সব নদী যারা বইতে বইতে হাজার হাজার মাইল পার হয়ে যায় অবলীলায়। তারপর এক সময় তাঁদের নামের পাশে জুড়ে যায় ‘দীর্ঘতম’ তকমা। নদীরা খোঁজ না রাখলেও সেই সব লম্বা নদীর খোঁজ দিল এই গ্যালারি।

Advertisement

আরও দেখুন: কারা থাকেন এই সব বাড়িতে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement