তুলসীর রস

বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ১১৭ বছর। তবে জন্মদিন ঘটা করে পালন করার মতো কোনও উত্সব বলে মনে করতেন না তিনি। বরং চরম দারিদ্রের মধ্যে থেকেও বড়পর্দায় সকলকে কী ভাবে হাসানো যায় সে কাজেই ব্যস্ত থেকেছেন আজীবন। তিনি তুলসী চক্রবর্তী।

Advertisement
শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১২:০২
Share:

মলিনা দেবীর সঙ্গে শিল্পী।

বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ১১৭ বছর। তবে জন্মদিন ঘটা করে পালন করার মতো কোনও উত্সব বলে মনে করতেন না তিনি। বরং চরম দারিদ্রের মধ্যে থেকেও বড়পর্দায় সকলকে কী ভাবে হাসানো যায় সে কাজেই ব্যস্ত থেকেছেন আজীবন। তিনি তুলসী চক্রবর্তী। তাঁর দেখানো হাস্যরসেই আজও মজে আপামর বাঙালি। জন্মদিনে স্মৃতির অ্যালবামে দেখুন শিল্পীকে। ছবি: আনন্দবাজার আর্কাইভের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement