‘ডটারস্ উইক’এ নস্টালজিক অমিতাভ

আজকের দুনিয়ায় কন্যা সন্তান আর ‘টেনশন’ লয় বরং ‘টেন সন’ অর্থাত্ দশটি ছেলের সমান— এ ব্যাখ্যা খোদ অমিতাভ বচ্চনের। ‘ডটারস্ উইক’ সেলিব্রেশনে মেয়ে শ্বেতা নন্দার সঙ্গে তাঁর বেশ কিছু ছবি টুইটারে শেয়ার করলেন বিগ গি।

Advertisement
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৫ ১৫:২৪
Share:

বিয়ের পরের দিন। শ্বশুর বাড়ি যাওয়ার আগে বাবার কাঁধে মাথা রেখে ভেঙে পড়েছেন শ্বেতা।

আজকের দুনিয়ায় কন্যা সন্তান আর ‘টেনশন’ লয় বরং ‘টেন সন’ অর্থাত্ দশটি ছেলের সমান— এ ব্যাখ্যা খোদ অমিতাভ বচ্চনের। ‘ডটারস্ উইক’ সেলিব্রেশনে মেয়ে শ্বেতা নন্দার সঙ্গে তাঁর বেশ কিছু ছবি টুইটারে শেয়ার করলেন বিগ গি। কন্যা সন্তান তাঁর কাছে সব সময়ই স্পেশাল। তাঁর কথায়, ‘‘আপনি মেয়েকে বেটা বলে ডাকতে পারেন। কিন্তু ছেলেকে বেটি বলতে পারবেন না!’’। ছবি: টুইটার এবং ইন্সটাগ্রাম সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement