এঁরাই কি বলিউডের সেরা ১০ ডান্সার!

অভিনয় করতেই এসেছিলেন বলিউডে। কিন্তু শুধু রান্না করেই ক্ষান্ত হন না এঁরা। চুলও বাঁধেন নিপুণ ভাবে। বুঝলেন না? বলছি সেই বলি স্টারদের কথা যাঁরা অভিনয়ের পাশাপাশি নেচেও মাত করেছেন বি-টিউন। এঁনারা শুধু যে নাচেন তাই নয়, নিজেদের নৃত্যের পারদর্শীতায় নাচিয়ে ছাড়েন দর্শককেও। সেকাল-একাল মিলিয়ে গ্যালারিতে রইল এমনই কিছু তারকার ছবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৬ ১৫:৫৩
Share:

বলিউডের সর্বকালের সেরা ডান্সারদের একজন অবশ্যই বলা যায় হেলেনকে। ৭০-এর দশকে তাঁর নাচ ও শরীরী হিল্লোল <br> ঝড় তুলেছিল রুপোলি পর্দায়। ‘ডন’-এর ‘ইয়ে মেরা দিল’ বা ‘ক্যারাভান’-এর ‘পিয়া তু’ কে ভুলতে পারে?

অভিনয় করতেই এসেছিলেন বলিউডে। কিন্তু শুধু রান্না করেই ক্ষান্ত হন না এঁরা। চুলও বাঁধেন নিপুণ ভাবে। বুঝলেন না? বলছি সেই বলি স্টারদের কথা যাঁরা অভিনয়ের পাশাপাশি নেচেও মাত করেছেন বি-টিউন। এঁনারা শুধু যে নাচেন তাই নয়, নিজেদের নৃত্যের পারদর্শীতায় নাচিয়ে ছাড়েন দর্শককেও। সেকাল-একাল মিলিয়ে গ্যালারিতে রইল এমনই কিছু তারকার ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement