১০ বছর বয়সেই দামি মডেল ক্রিস্টিনা!

বয়স মাত্র ১০ বছর। এই খুদে বয়সেই আমেরিকার সঙ্গে মডেলিংয়ের সেরা চুক্তিটা সেরে ফেলল সে। নাম ক্রিস্টিনা পিমেনোভা। তিন বছর বয়সেই তাঁকে মডেলিংয়ে নামানো হয়। তারই কিছু ছবি দেখে নিন এই গ্যালারিতে।

Advertisement
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০২
Share:

ক্রিস্টিনা পিমেনোভা। বয়স মাত্র ১০ বছর।

বয়স মাত্র ১০ বছর। এই খুদে বয়সেই আমেরিকার সঙ্গে মডেলিংয়ের সেরা চুক্তিটা সেরে ফেলল সে। নাম ক্রিস্টিনা পিমেনোভা। তিন বছর বয়সেই তাঁকে মডেলিংয়ে নামানো হয়। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তার ছবিতে ‘হট’, ‘বেব’ এই শব্দগুলোরও তীব্র আপত্তি তুলেছেন অনেকে। ইনস্টাগ্রামে তার ছবি পোস্ট করেন মা গিলকেরিয়া পিমেনোভা। তিনিও এক জন প্রাক্তন মডেল। ছোট্ট মেয়েকে মডেলিংয়ে নামানোর জন্য মায়ের বিরুদ্ধেও আওয়াজ তোলেন অনেকে। যে ভাবে এক জন মডেল মেকআপ নেন, পোশাক পরেন, এমনকী ক্রিস্টিনার ব্যক্তিগত ছবিও পোস্ট করেন গিলকেরিয়া। তবে গিলকেরিয়ার দাবি, সব কিছু মাথায় রেখেই তিনি ছবি পোস্ট করেছেন। আর ছবিগুলোর মধ্যে কোনও অশ্লীলতা নেই! তিনি বলেছেন, “যদি এই ছবিতে কেউ যৌনতা খোঁজেন, তা হলে তাঁর চিকিত্সক দেখানো উচিত।

Advertisement

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

Advertisement

আরও দেখুন...

বিশ্বের সবচেয়ে দামি ১০ সুপারমডেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement