State news

পুরনো বাড়ি থেকে জ্যান্ত উট, কামাল মণ্ডপে

ঢাকে কাঠি পড়তে এখনও একটি দিন বাকি। কিন্তু মানুষ তা মানতে নারাজ। তাই পঞ্চমী থেকেই শুরু হয়ে গেল পুজো দেখা, প্যান্ডেল হপিং। সে কথা অবশ্য বলার প্রয়োজন রাখে না। রাস্তায় পা ফেলা মাত্রই তা বেশ ঠারেঠোরে টের পাওয়া যাচ্ছে। ট্রাফিক জ্যাম, রাস্তায় অগণিত মানুষ, আলোকসজ্জ্বা সব মিলিয়ে পুজো হয়ে উঠেছে জমজমাট। আর মানুষও মেতে উঠেছে উৎসবের মেজাজে। কিন্তু যাঁরা আজ মণ্ডপে যেতে পারেননি, তাঁদের জন্য রইল এই পুজোর গ্যালারি। বাড়িতে বসেই আজ থেকে ঠাকুর দেখা শুরু করে দিন। শুরু করা যাক দক্ষিণ শহরতলি থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৬ ০০:০০
Share:

কাশিমবাজার ছোট রাজবাড়িতে নবমীতে কুমারী পুজো।

ঢাকে কাঠি পড়তে এখনও একটি দিন বাকি। কিন্তু মানুষ তা মানতে নারাজ। তাই পঞ্চমী থেকেই শুরু হয়ে গেল পুজো দেখা, প্যান্ডেল হপিং। সে কথা অবশ্য বলার প্রয়োজন রাখে না। রাস্তায় পা ফেলা মাত্রই তা বেশ ঠারেঠোরে টের পাওয়া যাচ্ছে। ট্রাফিক জ্যাম, রাস্তায় অগণিত মানুষ, আলোকসজ্জ্বা সব মিলিয়ে পুজো হয়ে উঠেছে জমজমাট। আর মানুষও মেতে উঠেছে উৎসবের মেজাজে। কিন্তু যাঁরা আজ মণ্ডপে যেতে পারেননি, তাঁদের জন্য রইল এই পুজোর গ্যালারি। বাড়িতে বসেই আজ থেকে ঠাকুর দেখা শুরু করে দিন। শুরু করা যাক দক্ষিণ শহরতলি থেকে।

Advertisement

ছবিগুলি তুলেছেন গৌতম প্রামাণিক, সুদীপ ভট্টাচার্য, অনির্বাণ সেন,আরিফ ইকবাল খান, নির্মাল্য প্রামাণিক,
রবিন রাই, বিশ্বরূপ বসাক, বিকাশ মশান, অরুণ লোধ ও দেবাশিস বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আরও পড়ুন: কোটিপতি এই ভারত-কন্যাদের চেনেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement