বাহারি নামে কালী আরাধনায় মেতেছে নৈহাটি

নৈহাটির অরবিন্দ রোড থেকে খেয়া ঘাট পর্যন্ত কিছু দূর অন্তর অন্তর হয় কালী পুজো। এলাকার সবচেয়ে জাগ্রত কালী বড় মা কালি। অভিনব হচ্ছে কালী মায়ের নামের বাহার। ব্যবসায়ী গোষ্ঠীর তত্ত্বাধানে হয় পুজোগুলি।

Advertisement
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ১৫:০৫
Share:

তারা মা কালী

নৈহাটির অরবিন্দ রোড থেকে খেয়া ঘাট পর্যন্ত কিছু দূর অন্তর অন্তর হয় কালী পুজো। এলাকার সবচেয়ে জাগ্রত কালী বড় মা কালি। অভিনব হচ্ছে কালী মায়ের নামের বাহার। ব্যবসায়ী গোষ্ঠীর তত্ত্বাধানে হয় পুজোগুলি। কোনওটার নাম বেচা কালী, তো কোনওটা আবার পরিচিত গাঁজা কালী নামে। হকারেরা যে পুজো শুরু করেন তার নাম হকার্স কালী। অবাক করা নামের কালী প্রতিমার ছবিতে সাজল গ্যালারি। ছবি: সজল চট্টোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement