শখ দিয়ে যায় চেনা ক্রিকেটারদের

যদি বলি আপনার শখ কী? তা হলে কী বলবেন? কেউ বলবেন গান শোনা? কেউ বা বই পড়ার কথা বলবেন। বিশ্ববিখ্যাত ক্রিকেটাররাও কিন্তু এর ব্যতিক্রম নয়। চুড়ান্ত ব্যস্ত ক্রিকেট সময়সূচির মাঝেও নিজেদের শখের দিকে নজর দেন আন্তর্জাতিক তারকারা। শখ দিয়েই চেনা যায় চির পরিচিত তারকাদের। গ্যালারিতে কোন কোন ক্রিকেটারের কী কী শখ তার এক ঝলক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৬ ১৭:২১
Share:

সচিন তেন্ডুলকর-ক্রিকেটের ভগবান ক্রিকেটের পাশাপাশি টেবল টেনিসেও দারুণ দড়। অফ-টাইমে টেবল টেনিস খেলা সচিনের এক শখ। এ ছাড়াও রান্না করাতেও সচিনের সমান আসক্তি আছে।

যদি বলি আপনার শখ কী? তা হলে কী বলবেন? কেউ বলবেন গান শোনা? কেউ বা বই পড়ার কথা বলবেন। বিশ্ববিখ্যাত ক্রিকেটাররাও কিন্তু এর ব্যতিক্রম নয়। চুড়ান্ত ব্যস্ত ক্রিকেট সময়সূচির মাঝেও নিজেদের শখের দিকে নজর দেন আন্তর্জাতিক তারকারা। শখ দিয়েই চেনা যায় চির পরিচিত তারকাদের। গ্যালারিতে কোন কোন ক্রিকেটারের কী কী শখ তার এক ঝলক। ছবি: এএফপি এবং টুইটার।

Advertisement

এই সংক্রান্ত আরও খবর...

Advertisement

দশ ধনী ক্রিকেটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement