বিলেতে মমতা

আলসে শীতের আমেজ ছিল। পরনে সাধারণ শাড়ি। ঘুম থেকে উঠে পায়ে হাওয়াই চপ্পল পরে গায়ে হালকা চাদর জড়িয়েই হাঁটতে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ১৭:২৬
Share:

দিনে প্রায় ৮-১০ কিলোমিটার হাঁটেন তিনি। লন্ডনে এসেও সে অভ্যেস ছাড়তে চাইলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আলসে শীতের আমেজ ছিল। পরনে সাধারণ শাড়ি। ঘুম থেকে উঠে পায়ে হাওয়াই চপ্পল পরে গায়ে হালকা চাদর জড়িয়েই হাঁটতে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর শুরু হয়ে যায় ব্যস্ততা। দিনভর নানা স্তরে বৈঠক চলতে থাকে। টুইট করে মমতা জানান, ‘সন্ধেয় বাকিংহাম প্যালেসে যাব। প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছি।’ — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement