ছক বদলে ৩০ পেরিয়েও চুটিয়ে কাজ করছেন কোন নায়িকারা?

বলিউডে বিবাহিত ও বয়স্ক অভিনেত্রীদের কদর বাড়ছে। আগের মতো বিয়ের পরই কেরিয়ার শেষ হয়ে যায় না, বরং এখন তিরিশ পেরনো নায়িকারাও অভিনয়ের অফার পাচ্ছেন, কয়েক জিন আগে এমন দাবি করেছিলেন বিদ্যা বালন।

Advertisement
শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৬
Share:

বয়স ৩৫। চার বছর হল বিয়ে হয়েছে করিনা কপূর খানের। এখনও বি-টাউনে নিজের জায়গা ধরে রেখেছেন।

বলিউডে বিবাহিত ও বয়স্ক অভিনেত্রীদের কদর বাড়ছে। আগের মতো বিয়ের পরই কেরিয়ার শেষ হয়ে যায় না, বরং এখন তিরিশ পেরনো নায়িকারাও অভিনয়ের অফার পাচ্ছেন, কয়েক জিন আগে এমন দাবি করেছিলেন বিদ্যা বালন। বলিউডের এই পরিবর্তনকেই স্বাগত জানিয়ে তিনি বলেছিলেন, এখন পরিচালক-প্রযোজকরাও অন্য ধাঁচের ছবি করছেন, তাতে সব বয়সের অভিনেত্রীদের নিচ্ছেন। গ্যালারিতে দেখে নিন এমন কয়েক জন নায়িকাকে যাঁরা বয়স্ক এবং বিবাহিত হলেও চুটিয়ে কাজ করছেন।

Advertisement

আরও দেখুন, কে এই তহমিনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement