আকাশে সন্ত্রাস

জল, স্থল, অন্তরীক্ষ কোনও স্থানই বাদ যায়নি সন্ত্রাসবাদের কবল থেকে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘নীরজা’ ছবির হাড়় হিম করা সেই সন্ত্রাসের ছায়া এখনও জ্বলজ্বল করছে আমাদের মনে। প্লেন হাইজ্যাকিংয়ের ঘটনা নতুন কিছু নয়। ভয়ঙ্কর সব কাহিনি নিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম তুলেছে তাঁরা। গ্যালারিতে রয়েছে তেমনই কিছু প্লেন হাইজ্যাকিংয়ের ছবি।

Advertisement
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ১৫:১৪
Share:

১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর। এই দিন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন নিউ ওয়ার্ক ও লন্ডন অভিমুখী<br> চার-চারটি জেট এয়ারক্র্যাফ্ট হাইজ্যাক করেছিল। পরে ডাসন’স ফিল্ডে নামিয়ে প্লেনগুলি জ্বালিয়ে দেয় সন্ত্রাসবাদীরা।

জল, স্থল, অন্তরীক্ষ কোনও স্থানই বাদ যায়নি সন্ত্রাসবাদের কবল থেকে। সম্প্রতি মুক্তি পাওয়া ‘নীরজা’ ছবির হাড়় হিম করা সেই সন্ত্রাসের ছায়া এখনও জ্বলজ্বল করছে আমাদের মনে। প্লেন হাইজ্যাকিংয়ের ঘটনা নতুন কিছু নয়। ভয়ঙ্কর সব কাহিনি নিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম তুলেছে তাঁরা। গ্যালারিতে রয়েছে তেমনই কিছু প্লেন হাইজ্যাকিংয়ের ছবি।

Advertisement

আরও দেখুন

Advertisement

মাঠের যুদ্ধের আগেই কার্টুন যুদ্ধে এগিয়ে কোহলি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement