সপ্তাহখানেক আগে প্রকাশ হয়েছিল তাঁর গাওয়া থিম সং ‘লে পাঙ্গা’। যা এর মধ্যেই জনপ্রিয়তার তুঙ্গে। এ বার প্রো কবা়ডি লিগ টু-এর উদ্বোধনও মাতিয়ে দিলেন অমিতাভ বচ্চন। শনিবার ‘বিগ বি’র ব্যারিটোনে জাতীয় সঙ্গীত, সঙ্গে বলিউডের তারকা মেলায় ঝকমক করছিল মুম্বইয়ের এনএসসিআই স্টেডিয়ামে প্রো কবাডি টু-র উদ্বোধন। জয়া বচ্চন, সস্ত্রীক অভিষেক বচ্চন, আমির খান, ঋষি কপূর, দিনো মোরিয়া, সস্ত্রীক ঋতেশ দেশমুখ, ফারহা খান, কপিল দেব— কে ছিলেন না। ছিলেন কেন্ত্রীয় ক্রীড়ামন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। আগেই সোশ্যাল মিডিয়ায় বিগ বি জানিয়েছিলেন কবা়ডি লিগের থিম সং, রেকর্ডিং নিয়ে কতটা উত্তেজিত ছিলেন তিনি। তবে এত আনন্দ-উৎসাহের মধ্যেও কোথাও গিয়ে একটু বিষণ্ণতা লেগে রইল। ছেলে অভিষেকের টিম জয়পুর পিঙ্ক প্যান্থার্স প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়ে ২৮-২৯ পয়েন্টে ইউ মুম্বার কাছে হারে। ছবি: পিটিআই।