হিমেল শহরে রাজ-সিমরনের রোম্যান্স

এলেন, দেখলেন প্রত্যাশা মত জয়ও করলেন। দিলওয়ালের প্রচারে এসে ছিলেন শাহরুখ ‘রাজ’ খান। সঙ্গি অবশ্যই ‘সিমরন’কাজল। বছর শেষের উত্সবের পালা শুরুর আগেই হিমেল সন্ধেতে এভারগ্রিন জুটির ছন্দে পার্বণী মেজাজে মাতল মহানগর।এলেন, দেখলেন প্রত্যাশা মত জয়ও করলেন। দিলওয়ালের প্রচারে এসে ছিলেন শাহরুখ ‘রাজ’ খান। সঙ্গি অবশ্যই ‘সিমরন’কাজল। বছর শেষের উত্সবের পালা শুরুর আগেই হিমেল সন্ধেতে এভারগ্রিন জুটির ছন্দে পার্বণী মেজাজে মাতল মহানগর।

Advertisement
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৫ ০৩:০৬
Share:

ছবি-সুব্রত কুমার মণ্ডল

এলেন, দেখলেন প্রত্যাশা মত জয়ও করলেন। দিলওয়ালের প্রচারে এসে ছিলেন শাহরুখ ‘রাজ’ খান। সঙ্গি অবশ্যই ‘সিমরন’কাজল। বছর শেষের উত্সবের পালা শুরুর আগেই হিমেল সন্ধেতে এভারগ্রিন জুটির ছন্দে পার্বণী মেজাজে মাতল মহানগর। এক দিনের ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন তাঁরা। সঙ্গে কাজল। ‘রং দে তু মোহে গেরুয়া...’র জুটি মাতিয়ে রাখলেন ২০ হাজার দর্শক ঠাসা ইস্টবেঙ্গল ক্লাবের মাঠ। তার আগে শহরের পাঁচতারা হোটেলে ছিল সাংবাদিক বৈঠক। দেরি করে ঢুকেই হাসতে হাসতে শাহরুখ বললেন, ‘‘আমার জন্য কিন্তু দেরি হয়নি। বাঙালি মেয়েরা (কাজলের দিকে তাকিয়ে) সাজতে এত দেরি করে!’’ বলরুম তখন ঝলসে যাচ্ছে রাজ-সিমরনের রসায়নে। শাহরুখের কথা শুনে কাজলও হাসছেন। তার মধ্যেই শাহরুখ বলে উঠলেন ‘‘বিমানবন্দর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই কাজলকে বললাম, কলকাতায় নামলে আমাকে সবাই খানদাদা বলে ডাকে। সেই শুনে সে কী হাসি কাজলের!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement