মডেল না সেনাকর্মী!

সুন্দরীদের কথা বললেই মনে আসে সেলেবদের কথা। আর রোদে পুড়ে, জলে ভিজে যাঁরা নিত্যদিন দেশের সেবা করে চলেছেন। তাঁদের কথা কি কখনও ভেবেছেন? শুধু সেলেব দুনিয়াই নয়, হাতে ভারী রাইফেল নিয়ে থাকা এই সব মহিলাদের দেখেও চোখে তাক লেগে যাবে। গ্যালারিতে রইল সেই সব দেশ, মহিলা সেনার সৌন্দর্যের বিচারে যা প্রথম ১০- এর তালিকায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪১
Share:

সুন্দরীদের কথা বললেই মনে আসে সেলেবদের কথা। আর রোদে পুড়ে, জলে ভিজে যাঁরা নিত্যদিন দেশের সেবা করে চলেছেন। তাঁদের কথা কি কখনও ভেবেছেন? শুধু সেলেব দুনিয়াই নয়, হাতে ভারী রাইফেল নিয়ে থাকা এই সব মহিলাদের দেখেও চোখে তাক লেগে যাবে। গ্যালারিতে রইল সেই সব দেশ, মহিলা সেনার সৌন্দর্যের বিচারে যা প্রথম ১০- এর তালিকায়। ওয়ান্ডারলিস্টের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement