‘মম’-এর উপহার

মঙ্গলযান তথা মার্স অরবিটার মিশন (মম)-এর পাঠানো তিনটি থ্রি-ডি ছবি স্বাধীনতা দিবসে উপহার দিল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। ছবিতে ধরা পড়েছে ৫০০০ কিলোমিটার দীর্ঘ মঙ্গলের গিরিঘাত ‘ভেলস ম্যারিনেরিস’। বিজ্ঞানীদের দাবি, সৌরজগতের আর কোথাও এত বড় গিরিখাত আছে বলে জানা নেই।

Advertisement
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৫ ০২:২৬
Share:

মঙ্গলযান তথা মার্স অরবিটার মিশন (মম)-এর পাঠানো তিনটি থ্রি-ডি ছবি স্বাধীনতা দিবসে উপহার দিল ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। ছবিতে ধরা পড়েছে ৫০০০ কিলোমিটার দীর্ঘ মঙ্গলের গিরিঘাত ‘ভেলস ম্যারিনেরিস’। বিজ্ঞানীদের দাবি, সৌরজগতের আর কোথাও এত বড় গিরিখাত আছে বলে জানা নেই। মঙ্গলযানের ‘মার্স কালার ক্যামেরা’য় তোলা ছবিগুলি লাল গ্রহের ১৮৫৭ কিলোমিটার উচ্চতা থেকে তোলা। ছবিতে আরও ধরা পড়েছে, খাড়াই পর্বতে ঘেরা ৬২ কিলোমিটার দীর্ঘ উপত্যকা ‘ওপির চাসমা’।

Advertisement

ছবি: ইসরোর সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement