Shashi Tharoor

হাসিনাকে আশ্রয়ে মোদী সরকারের প্রশংসায় তারুর

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। সে দেশে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে যে অশান্তি ছড়িয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারুর। বলেন, অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দায়িত্ব বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৪২
Share:

শশী তারুর। — ফাইল চিত্র।

বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতা ও হিংসাত্মক ঘটনার নিন্দা করে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে সরব হলেন কংগ্রেস সাংসদ তথা বিদেশমন্ত্রকের সংসদীয় কমিটির চেয়ারম্যান শশী তারুর। পাশাপাশি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে মোদী সরকারের প্রশংসা করতেও শোনা গেল তাঁকে।

তারুরের কথায়, “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু মানবিকতার প্রশ্নে ভারত বরাবরই উদার ও দায়িত্বশীল। শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক এবং অতীতে দ্বিপাক্ষিক সহযোগিতায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বর্তমান পরিস্থিতিতে সম্পর্কের জটিলতা থাকলেও মানবিক আচরণকে দুর্বলতা হিসেবে দেখা উচিত নয়।”

তারুরের মতে, এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় ভারতের নৈতিক নেতৃত্বকে তুলে ধরছে এবং ভবিষ্যতে কূটনৈতিক সংলাপের পথখোলা রাখছে।

আজ এক সাক্ষাৎকারে তারুর বলেছেন, “সে দেশে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ভারতেও প্রতিবাদ আন্দোলন হয় ঠিকই, কিন্তু এখানে কাউকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটে না। কোনও হিংসার ঘটনা ঘটার উপক্রম হলে পুলিশ কঠোরভাবে তা দমন করে। সেটাই গণতন্ত্রের নিয়ম।” তাঁর মতে, বাংলাদেশেও একই দৃষ্টান্ত অনুসরণ করা জরুরি।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। সে দেশে ছাত্রনেতা শরিফ ওসমান হাদির হত্যাকে কেন্দ্র করে যে অশান্তি ছড়িয়েছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারুর। বলেন, অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দায়িত্ব বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আইনহীনতা ও ভয়ের পরিবেশে কখনও সুষ্ঠু নির্বাচনসম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন