Bizarre

তিন সপ্তাহ আগে নেওয়া ছুটি বাতিল! সময়ে কাজ শেষ করে বেরোনোর জন্য বসের কাছে খেতে হল বকাও

কোনও বিরোধিতা না করে বসের নির্দেশ মেনে নিয়েছিলেন তরুণ। মনখারাপ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সে কারণে পরের দিন ঊর্ধ্বতনের কাছে বকা খেতে হয় তরুণকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫ ১০:২১
Share:

—প্রতীকী ছবি।

চার বছর ধরে এক বেসরকারি সংস্থায় চাকরি করছেন তরুণ। অসুস্থতার জন্যও কোনও দিন ছুটি নেননি তিনি। ছেলের স্কুলের অনুষ্ঠান রয়েছে বলে তিন সপ্তাহ আগেই বসকে জানিয়ে এক দিন ছুটি নিয়েছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানের আগের দিন পূর্বনির্ধারিত ছুটি বাতিল করে দিলেন ঊর্ধ্বতন। এমনকি, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে যাওয়ার জন্যও তরুণকে বকা দিলেন তিনি। নামোল্লেখ না করে সমাজমাধ্যমের পাতায় এমনই একটি পোস্ট করেছেন সেই অধস্তন।

Advertisement

রেডিটের পাতায় পোস্ট করে তরুণ দাবি করেছেন, তিন সপ্তাহ আগে অফিস থেকে ছুটি নিয়েছিলেন তিনি। তাঁর ছেলের স্কুলে একটি অনুষ্ঠান ছিল। ছুটি পেয়ে সারা দিনের পরিকল্পনাও ছকে ফেলেছিলেন তিনি। কিন্তু অনুষ্ঠানের আগের দিন তরুণের ছুটি বাতিল করে দেন তাঁর বস্। ঊর্ধ্বতনের দাবি, অফিসে দু’জন সহকর্মী অসুস্থতার জন্য ছুটি নিয়েছেন। সে কারণে কাজের চাপ সামলানো যাবে না। কোনও বিরোধিতা না করে বসের নির্দেশ মেনে নিয়েছিলেন তরুণ। মনখারাপ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সে কারণে পরের দিন ঊর্ধ্বতনের কাছে বকা খেতে হয় তরুণকে।

অধস্তনের দাবি, অফিসে কম সহকর্মী থাকার কারণে তাঁকে নির্দিষ্ট সময়ের চেয়েও বেশি ক্ষণ অফিসে থাকতে হত। সঠিক সময়ে কাজ শেষ করে বেরিয়ে যাওয়া উচিত হয়নি তরুণের, এমনটাই অভিযোগ তাঁর বসের। তরুণ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি ক্ষণ কাজ করলেও সংস্থার তরফে অতিরিক্ত বেতন পাওয়া যায় না। অন্য দিকে, বহু দিন আগে থেকে নেওয়া হকের ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে তাঁর। চার বছর একই সংস্থায় কাজ করে এমন আচরণ প্রাপ্য নয় বলে অভিযোগ তরুণের। পোস্টটি পড়ে তরুণের উদ্দেশে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আজকাল ব্যক্তিগত জীবন বলে কিছুই থাকে না। অধস্তনেরা যদি ২৪ ঘণ্টাও অফিসে থাকেন, তা-ও মনে হয় কোনও বস্ সন্তুষ্ট হবেন না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement