Viral Video

বন্ধুকে অপদস্থ করতে অতিথিদের সামনে ‘সিরিয়াল কিসার’-এর গান ধরলেন তরুণেরা, মজার ভিডিয়ো ভাইরাল

চিত্রগ্রাহকশিল্পীও নতুন বর-বৌয়ের ছবি তুলতে ব্যস্ত। মাটিতে দল বেঁধে বসে রয়েছেন তরুণের বন্ধুরা। তরুণকে সকলের সামনে অপদস্থ করতে বলি অভিনেতা ইমরান হাশমি অভিনীত ‘মার্ডার’ ছবির ‘ভিগে হোঁট তেরে’ গানটি গাইতে শুরু করেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১০:৪৮
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য অতিথিরা ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। নতুন বৌয়ের কানে কানে কথা বলছিলেন তরুণ। তাঁদের সামনে বসেছিলেন তরুণের বন্ধুরা। অতিথিদের সামনে তরুণকে অপদস্থ করতে সমবেত কণ্ঠে ‘সিরিয়াল কিসার’-এর গান গাইতে শুরু করলেন তাঁরা। তা শুনে লজ্জায় লাল হয়ে গেলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘পলি_টেল্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিকে ঘিরে বসে রয়েছেন অতিথিরা। চিত্রগ্রাহকশিল্পীও নতুন বর-বৌয়ের ছবি তুলতে ব্যস্ত। মাটিতে দল বেঁধে বসে রয়েছেন তরুণের বন্ধুরা। তরুণকে সকলের সামনে অপদস্থ করতে বলি অভিনেতা ইমরান হাশমি অভিনীত ‘মার্ডার’ ছবির ‘ভিগে হোঁট তেরে’ গানটি গাইতে শুরু করেন তাঁরা।

বন্ধুদের কাণ্ড দেখে লজ্জায় লাল হয়ে যান তরুণ। তার পর সকলে মিলে হাসাহাসি করতে শুরু করেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য ভিডিয়ো থেকে জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির ফোয়ারা উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘বন্ধুর নামে শত্রু। আমার বন্ধুগুলোও খালি আমায় বিপদে ফেলার সুযোগ খুঁজতে থাকে। তবে, এগুলো ভালবাসা থেকে জ্বালাতন করা।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement