ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
স্কুলের বেতন হঠাৎ কেন বাড়িয়ে দেওয়া হয়েছে তা জানার জন্য অধ্যক্ষের সঙ্গে দেখা করেছিলেন অভিভাবকেরা। কিন্তু অধ্যক্ষের জবাব শুনে ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় বিধায়কের কাছে অভিযোগ জানান অভিভাবকেরা। সেই অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য শিক্ষা দফতর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রমেশ তিওয়ারি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক মহিলা বলছেন, ‘‘স্কুল অধ্যক্ষকে অভিভাবকেরা জিজ্ঞাসা করছিলেন যে, এত বেতন কেন বাড়ানো হল? তার কোনও ব্যাখ্যা না দিয়ে কুরুচিকর মন্তব্য করছিলেন তিনি।’’
সেই অধ্যক্ষ নাকি অভিভাবকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘আপনি রয়েছেন তো। আপনি কী ভাবে উপার্জন করবেন, সে দিকে মন দিন। আপনার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিন।’’ এমনটাই দাবি ওই মহিলার। দাবি করা হয়েছে, এক অভিভাবক অন্যায় ভাবে স্কুলের বেতন বাড়িয়ে দেওয়ার অভিযোগ করায় অধ্যক্ষ এই উত্তর দেন।
এই ঘটনাটি মুম্বইয়ের বোরিভালির এক বেসরকারি স্কুলে ঘটেছে। অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানাতে পৌঁছোন সেখানকার বিধায়ক সঞ্জয় উপাধ্যায়ের কাছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের কাছে চিঠি লিখে সঞ্জয় বেসরকারি স্কুলটির বেতনবৃদ্ধির ঘটনাটি জানান। শুক্রবার রাজ্য শিক্ষা দফতর এই বিষয়ে পদক্ষেপ করে। একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখছে তারা।