টেনশন থেকে স্বস্তি, সলমনের নানা মুড

২০০২ থেকে ২০১৫। মধ্যিখানে কেটে গিয়েছে ১৩টি বছর। আর এই ১৩ বছর ধরেই হিট অ্যান্ড রান মামলা বয়ে বেড়িয়েছেন অভিনেতা সলমন খান। কখনও আদালতে হাজিরা, তো কখনও সমালোচকদের তিরস্কার। আজ, বম্বে হাইকোর্ট তাঁর পক্ষেই রায় দিয়েছে।

Advertisement
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৭
Share:

তখনও আদালতের রায় জানা নেই তাঁর।

২০০২ থেকে ২০১৫। মধ্যিখানে কেটে গিয়েছে ১৩টি বছর। আর এই ১৩ বছর ধরেই হিট অ্যান্ড রান মামলা বয়ে বেড়িয়েছেন অভিনেতা সলমন খান। কখনও আদালতে হাজিরা, তো কখনও সমালোচকদের তিরস্কার। আজ, বম্বে হাইকোর্ট তাঁর পক্ষেই রায় দিয়েছে। আদালতের বাইরে তাঁকে এক ঝলক দেখার জন্য উৎসুক লোকের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement