সিং ইজ ব্লিং-এর প্রচারে অক্ষয়-অ্যামির রোমান্স

ফিল্ম রিলিজ হতে এখনও মাস খানেক বাকি। তার আগে রীতিমতো কোমর বেঁধে নেমেছে পড়েছেন বলিউডের অ্যাকশন তথা কমেডি হিরো অক্ষয় কুমার।

Advertisement
শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ১৮:০৬
Share:

ফিল্ম রিলিজ হতে এখনও মাস খানেক বাকি। তার আগে রীতিমতো কোমর বেঁধে নেমেছে পড়েছেন বলিউডের অ্যাকশন তথা কমেডি হিরো অক্ষয় কুমার। সঙ্গী অ্যামি জ্যাকসন। সম্প্রতি পঞ্জাবে সেই ফিল্মের প্রচার করতে দেখা গেল এই জুটিকে। ‘শিঙ্গ ইজ ব্লিঙ্গ’ কমেডি ফিল্মে অক্ষয়-অ্যামি জুটির রসায়নে যে কোনও খামতিই রাখেননি পরিচালক, তা এ দিন তাঁদেরকে দেখেই বোঝা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement