আরাধ্যার জন্মদিনে অতিথি কারা?

দেখতে দেখতে চার বছরে পা রাখল দেশের সব চেয়ে ছোট সেলিব্রিটি আরাধ্যা বচ্চন। বাবার কাছে সে ‘লিটল অ্যাঞ্জেল’। আর মায়ের ‘প্রিন্সেস’। তাকে ঘিরে উত্সবের মেজাজ ছিল বচ্চন পরিবারে। মেয়ের জন্য ঐশ্বর্যা প্রিন্সেস থিমের বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন।

Advertisement
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৫ ১৮:১৯
Share:

পার্টিতে মায়ের সঙ্গে আরাধ্যা।

দেখতে দেখতে চার বছরে পা রাখল দেশের সব চেয়ে ছোট সেলিব্রিটি আরাধ্যা বচ্চন। বাবার কাছে সে ‘লিটল অ্যাঞ্জেল’। আর মায়ের ‘প্রিন্সেস’। তাকে ঘিরে উত্সবের মেজাজ ছিল বচ্চন পরিবারে। মেয়ের জন্য ঐশ্বর্যা প্রিন্সেস থিমের বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন। কে কে হাজির ছিলেন সেই পার্টিতে? দেখে নিন এক ঝলকে। ছবি: টুইটারের সৌজন্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement