Raveena Tandon

সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট লাগায় ১০০ বার মুখ ধুয়েছিলেন! বমিও করে ফেলেছিলেন রুপোলি পর্দার সফল নায়িকা

নব্বইয়ের দশকের প্রথম সারির নায়িকা এই অভিনেত্রী। অনেক সফল ছবিই রয়েছে তাঁর ঝুলিতে। আবার ব্যক্তিগত জীবনেও পারিবারিক দায়িত্ব সামলেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১০:০১
Share:
০১ ১৭

তাঁকে হলুদ শিফন শাড়িতে ‘টিপ টিপ বরসা পানি’ গানে নাচতে দেখে হৃদয় বিগলিত হয়নি এমন পুরুষের সংখ্যা কম। নব্বইয়ের দশকে তাঁর মতো শরীরিক গঠন সাধারণ মহিলাদের কাছে স্বপ্নের মতো ছিল। উজ্জ্বল চোখ, অভিনয় এবং একের পর এক হিট সিনেমা করে রুপোলি পর্দায় রাজত্ব করেছিলেন তিনি।

০২ ১৭

কথা হচ্ছে বলিউডের একদা হার্টথ্রব রবীনা টন্ডনকে নিয়ে। রবীনা নব্বইয়ের দশকের প্রথম সারির নায়িকা। অনেক সফল ছবিই রয়েছে তাঁর ঝুলিতে। আবার ব্যক্তিগত জীবনেও পারিবারিক দায়িত্ব সামলেছেন।

Advertisement
০৩ ১৭

একসময় বলিউডে রাজত্ব করেও সুদীর্ঘ কেরিয়ারে বেশ কিছু শর্ত মেনে চলেছেন রবীনা। যেমন লাস্যময়ী অবতারে পর্দায় হাজির হলেও রবীনা কখনও সহ-অভিনেতাকে পর্দায় চুম্বন করেননি।

০৪ ১৭

এক সাক্ষাৎকারে রবীনা জানিয়েছিলেন, সেই সময়ে সিনেমায় চুক্তি ততটা জটিল ছিল না। তা ছাড়া পর্দায় চুম্বনদৃশ্যে তিনি স্বচ্ছন্দবোধ করতেন না।

০৫ ১৭

রবীনা ব্যাখ্যা করেছিলেন, কখনও আনুষ্ঠানিক ‘চুম্বন’ চুক্তিতে স্বাক্ষর না করলেও তিনি যে বিষয়টি নিয়ে একেবারেই স্বচ্ছন্দ নন, তা বলিপা়ড়ায় সকলেই জানতেন।

০৬ ১৭

কিন্তু রবীনা এ-ও জানিয়েছিলেন, সহ-অভিনেতার ঠোঁটে ঠোঁট লেগে যাওয়ায় এক বার কী ভাবে গভীর অস্বস্তিতে পড়তে হয়েছিল তাঁকে। বার বার বমি করেছিলেন তিনি। মুখ ধুয়েছিলেন প্রায় ১০০ বার।

০৭ ১৭

কিন্তু ঠিক কী হয়েছিল? অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ‘মোহরা’ খ্যাত অভিনেত্রী। রবীনা বলেন, ‘‘মনে আছে, এক বার একটি ঘনিষ্ঠ দৃশ্যে এক অভিনেতা অসতর্কতাবশত আমার ঠোঁট স্পর্শ করেন। কিন্তু তখন কিছু করার ছিল না।’’

০৮ ১৭

এরই সঙ্গে রবীনা বলেন, ‘‘একটু ধাক্কাধাক্কির দৃশ্য ছিল। বিশৃঙ্খলার মধ্যে ওই অভিনেতার ঠোঁট দুর্ঘটনাক্রমে আমার ঠোঁটে লেগে যায়। এটা স্ক্রিপ্টের অংশ ছিল না। এর কোনও প্রয়োজন ছিল না। কিন্তু হঠাৎ সেই ঘটনা ঘটায় আমি অসুস্থবোধ করেছিলাম। সহ্য করতে পারছিলাম না।”

০৯ ১৭

রবীনা আরও বলেন, ‘‘বিষয়টা এমন ভাবেই মাথায় চেপে বসে যে শটের পর আমার ঘরে ফিরে আমি বমি করে ফেলি। কারণ ওই ঘটনা মনে করেই আমার অস্বস্তি হচ্ছিল। বার বার দাঁত ব্রাশ করতে শুরু করি। অন্তত ১০০ বার মুখ ধুয়েছিলাম ওই দিন।’’

১০ ১৭

ওই অভিনেতা নাকি পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছিলেন রবীনার কাছে। ঘটনাটি স্বীকার করে অভিনেত্রী বলেন, ‘‘অভিনেতা শুটিংয়ের পরে দুঃখ প্রকাশ করেছিলেন। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন।’’

১১ ১৭

সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘটনার স্মৃতি ম্লান হলেও রবীনার প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়েছিল যে, অনিচ্ছাকৃত ভাবে ঘটা ঘটনাও কোনও মানুষের মনে আঘাত দিতে পারে। এবং সেই ক্ষত হতে পারে দীর্ঘস্থায়ী।

১২ ১৭

যদিও ওই অভিনেতা কে ছিলেন তা নিয়ে কখনও মুখে খোলেননি রবীনা। উল্লেখ্য, ‘মোহরা’ ছবিটি মুক্তি পাওয়ার পর বড় পর্দায় বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে রবীনার জুটি নিয়ে চারদিকে হইহই পড়ে যায়।

১৩ ১৭

দুই তারকার সম্পর্কের দুর্দান্ত রসায়ন অভিনয়জগতে সাড়া ফেলে দিয়েছিল। তার পাশাপাশি বাস্তবেও তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহল বাড়তে থাকে দর্শকের। বলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যায়, অক্ষয় এবং রবীনা চুপি চুপি পারিবারিক অনুষ্ঠানে বাগ্‌দান পর্ব সেরে ফেলেছিলেন। কিন্তু সে কথা টের পায়নি কাকপক্ষীতেও।

১৪ ১৭

বাগ্‌দানের পর নাকি নিজেকে অভিনয়ের জগৎ থেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছিলেন রবীনা। অভিনেতার সঙ্গে সংসার করে জীবন কাটিয়ে দেবেন বলেই ভেবেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভাবনাও বদলেছিল অভিনেত্রীর।

১৫ ১৭

বলিপাড়া সূত্রে খবর, তিন বছর সম্পর্কে থাকার পর অক্ষয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল রবীনার। বলিপাড়ার একাংশের দাবি, অক্ষয় নাকি চেয়েছিলেন বিয়ের পর রবীনা আর যেন অভিনয় না করেন। কিন্তু সংসারের চেয়ে কেরিয়ারকেই বেশি প্রাধান্য দিয়েছিলেন রবীনা। মতের অমিলের কারণে নাকি তাঁদের সম্পর্ক বিয়ের পিঁড়ি পর্যন্ত এগোয়নি।

১৬ ১৭

বলিপাড়ার জনশ্রুতি, অক্ষয়ের প্রচুর মহিলা অনুরাগী ছিলেন। রবীনার সঙ্গে বাগ্‌দান সেরে ফেলার কথা প্রচার হয়ে গেলে তাঁর কেরিয়ারে প্রভাব পড়তে পারে এমনটাই ভেবেছিলেন অক্ষয়। তাই বাগ্‌দানের প্রসঙ্গ বেমালুম চেপে গিয়েছিলেন দুই তারকা।

১৭ ১৭

মতের অমিলের কারণে অক্ষয় এবং রবীনার সম্পর্ক ভেঙে গেলেও তাঁদের পেশাগত জীবনে বিচ্ছেদের কোনও ছাপ পড়েনি। সম্পর্কে ইতি টানার পরেও একসঙ্গে ‘বারুদ’ এবং ‘কীমত’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় এবং রবীনা। পরবর্তী কালে ব্যবসায়ী অনিল থডানীকে বিয়ে করেন রবীনা।

ছবি: সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement