ইউরোর চমক আইসল্যান্ড সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য

একটা দেশ, বছরের বেশির ভাগ সময়টাই যা বরফে ঢাকা থাকে। খোলা মাঠে ফুটবল খেলা যায় বছরে তিন মাস। বাকিটা ইন্ডোর স্টেডিয়ামই ভরসা। আর অন্য দেশটার ফুটবল ইতিহাস তাক লাগিয়ে দেওয়ার মতো। বিশ্বের সেরা লিগগুলির তালিকায় সেরা তিনে থাকবেই যে দেশের লিগ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ১৪:৪৬
Share:

একটা দেশ, বছরের বেশির ভাগ সময়টাই যা বরফে ঢাকা থাকে। খোলা মাঠে ফুটবল খেলা যায় বছরে তিন মাস। বাকিটা ইন্ডোর স্টেডিয়ামই ভরসা। আর অন্য দেশটার ফুটবল ইতিহাস তাক লাগিয়ে দেওয়ার মতো। বিশ্বের সেরা লিগগুলির তালিকায় সেরা তিনে থাকবেই যে দেশের লিগ। সেই ফুটবল-সিংহ ইংল্যান্ডকে হারিয়ে ইউরোয় চমকে দিয়েছে ন’মাস বরফে ঢাকা ছোট্ট দেশ আইসল্যান্ড। পৌঁছে গিয়েছে কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ড দলের যেখানে সবাই পেশাদার ফুটবলার, আইসল্যান্ডে সেখানে কেউ বছরভর মাছ ধরেন, তো কেউ আবার পেশায় ফিল্ম পরিচালক। স্বয়ং কোচ ডেন্টিস্ট! এক নজরে দেখে নেওয়া যাক আইসল্যান্ডের ফুটবল দলের বিচিত্র কিছু তথ্য।

Advertisement

আরও পড়ুন:
‘হনুমান’ টুপিতে কান ঢেকে তুষারভূমে টলিউড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement